ক্ষমতায় এসেই ট্রাম্প নীতির কাছে মাথা না নোয়ানোর বার্তা কানাডার নতুন প্রধানমন্ত্রীর

বঙ্গবার্তা ব্যুরো,
এবার থেকে কানাডার প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও প্রাক্তন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা মার্ক কার্নি।টানা ৯ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা করেন ট্রুডো। এরপর তাঁর উত্তরাধিকার বাছাইয়ের জন্য ৯ মার্চ দিন ধার্য করা হয়। লিবারাল পার্টির প্রায় দেড় লক্ষ সদস্যের প্রায় ৮৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন মার্ক কার্নি।

আমেরিকায় ক্ষমতায় এসেই কানাডা এবং মেক্সিকোর বিরুদ্ধে বাড়তি শুল্ক আরোপ সহ একের পর এক পদক্ষেপ করেছেন ট্রাম্প।এমনকী ট্রাম্পের কানাডাকে ৫১তম মার্কিন রাজ্য বানানোর পরিকল্পনাও করে চলেছেন। আসলে টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া একটা সময়ে কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হলেন মার্ক কার্নি। তবে উত্তর দিতে দেরি করেন নি কার্নি।প্রতিবেশী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়ে জানিয়ে দিয়েছেন যে হুমকি এলে তার মোকাবিলা করতে নতুন পরিকল্পনা করবেন।আর প্রয়োজনে অন্য দেশের সঙ্গে নতুন বাণিজ্যিক সম্পর্ক তৈরি করবেন বলেও জানিয়েছেন ট্রুডোর উত্তরসূরি।


ট্রাম্পের চাপিয়ে দেওয়া শুল্ক নীতি নিয়ে বলতে গিয়ে মার্ক কার্নি অভিযোগ তুলেছেন, “আমেরিকানরা আমাদের সম্পদ, আমাদের জল, আমাদের জমি, আমাদের দেশ চায়।” তাঁর বার্তা, ‘‘আমেরিকানরা যত দিন না আমাদের সম্মান করছে, তত দিন পারস্পরিক শুল্ক থাকবে।’’ সদ্য আমেরিকাকে আইস হকিতে হারিয়ে দিয়েছে কানাডা। কার্নি জানিয়েছেন হকির পাশাপাশি বাণিজ্যের মাঠেও আমেরিকাকে হারিয়ে দেবে কানাডা।