বই মেলা উদ্বোধনে মমতার নেতাজী স্মরণ

Mamata Banerjee Commemorates Netaji at the Inauguration of the 48th Kolkata Book Fair


প্রতিনিধি, বঙ্গবার্তাঃ শুরু হয়ে গেল ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলার উদ্বোধান করতে গিয়ে তিনি নেতাজীর কথা উল্লেখ করেন। এবারের বই মেলার থিম কান্ট্রি জার্মানি, সেই প্রসঙ্গেই তিনি নেতাজীর কথা উল্লেখ করেন।তিনি বলেন নেতাজীর মেয়ে জার্মানিতেই থাকেন। তাঁর সঙ্গে পরিচয়ের কথাও উল্লেখ করেন তিনি।দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজীর অবদানের কথাও তিনি মনে করিয়ে দেন।থিম কান্ট্রি জার্মানি হওয়ায়, উদ্বোধনী অনুষ্ঠানে সে দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জার্মানির পাশাপাশি আর্জেন্টিনার প্রতিনিধারাও ছিলেন।
মুখ্যমন্ত্রী্র বক্তব্যে জার্মানির পাশপাশি আর্জেটিনার প্রসঙ্গও আসে। তিনি বলেন যখন কলকাতাকে নীল-সাদা রঙে সাজানো হচ্ছিল তখন অনেকেই বলেছিলেন তিনি আর্জেটিনাকে অনুসরণ করছেন। তা নয়, রঙ সবার। তবে সব রঙ সবার প ছন্দ হয় না। এদিন আর্জেন্টিনার প্রতিনিধিদের তিনি বাংলার মানুষের ফুটবল প্রীতির কথাও উল্লেখ করেন।
মমতা বলেন, বই বাড়িতে সাজিয়ে রাখার জিনিষ নয়, পড়তে হয়। এই ডিজিটালের বাড়-বাড়ন্তের মধ্যেও মানুষ বই পড়ছেন এটা আশার কথা। তিনি বলেন, কলকাতা বই মেলা, বিশ্বের সেরা বই মেলার অন্যতম। এই মেলাকে তিনি আরও বড় পরিসরে দেখতে চান।
গত বছর মেলায় তিরিশ লাখ মানুষ এসেছিলেন, এবার সেই রেকর্ড ভেঙ্গে যাবে বলেই আশা করছেন গিল্ড কর্তারা।