বঙ্গবার্তা ব্যুরো,
বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়। আদালত মঙ্গলবার তাঁকে এই অনুমতি দিয়েছে। ২০শে জানুয়ারি থেকে তাঁর শরীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এস এস কে এম হাসপাতালে ভর্তি করানো হয়। এর পরেই তিনি আদালতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর অনুমতি চেয়ে আবেদন করেন। নিজের আবেদনে পার্থ বলেন, এসএসকেএমে চিকিৎসা করিয়ে তিনি সুস্থ হতে পারছেন না। পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন পেয়ে, এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় আদালত। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, পার্থ চট্ট্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তাঁর কিছু সমস্যা রয়েছে। সংক্রমণেরও সমস্যা আছে। এরপরেই আদালত তাঁকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর অনুমতি দেয়। আদালত জানিয়েছে, নিজের ঝুঁকিতে এবং নিজের খরচেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হবে তাঁকে।
এদিকে জেল সূত্রের খবর নিজের খাবার অভ্যাসের কারণেই সুস্থ হতে পারছেন না নিয়োগ দুর্নীতিতে অভিযূক্ত পার্থ চট্টোপাধ্যায়। যে সব খাবার তাঁর বারন তিনি সেই সব খাবারই খেতে চান। জেলের কুপন নিয়ে তিনি মাটন, বিরিয়ানির মতো রিচ খাবার খেতে বেশি পছন্দ করেন।
তাই সরকারি হাসপাতাল কর্তৃপক্ষও অসহায়।
প্রাক্তন শিক্ষা মন্ত্রীর বেসরকারি হাসপাতালের চিকিৎসা করানোর আবেদনে সায় আদালতের
