বঙ্গবার্তা ব্যুরো,
সুস্থ হয়েছেন লিপস এন্ড বউন্সের অধিকর্তা কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। পরিচয় অবশ্য কালীঘাটের কাকু নামেই। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত তিনি। বহুদিন ধরে তার কন্ঠস্বরের নমুনা সংগ্রহের চেষ্টা করছে সি বি সি। কিছুতেই তা সম্ভব হচ্ছিল না। বারে বারে অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। তাঁর অসুস্থতার কারণে পিছিয়ে যাচ্ছে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ।
মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ বিচার ভবনে যান কাকু। হাজির হন সি বি আই এর আধিকারিকেরে। তারা সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠের নমুনা সংগ্রহ করতে চান।এর আগে অবশ্য ইডি তার গলর স্বরের নমুনা সংগ্রহ করেছে। সি বি আইও চায় তার স্বরের নমুনা নিতে। আদালতে সিবি আই জানিয়েছে, এর আগে চার-পাঁচ বার তারা গলার স্বরের নমুনা নেওয়ার চেষ্টা করলেও কাকুর অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। বেশ কিছুদিন কাকু বেসরকারি হাসপাতালেও ভর্তি ছিলেন।বার বার চেষ্টা করেও কাকুর স্বর না পাওয়ায় সি বি আই আদালতে বিকল্প ভাবে নমুনা সংগ্রহের আবেদন জানায়। আদালত জানায় সশরীরে তাকে পেশ না করা হলে কণ্ঠস্বরের নমুনা নেওয়া যাবে না।
২০শে জানুয়ারি থেকে প্রেসিডেন্সি জেলে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র।