
ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। শুক্রবার দুপুরে সায়েন্স সিটির কাছে তপসিয়া বাইপাসের ধারে ঝুপড়িতে হঠাৎই আগুন লেগে যায়। নিমেষে ভষ্মীভূত হতে থাকে একের পর এক ঝুপড়ি। ঝুপড়ির পাশে থাকা বেশ কিছু পাকা বাড়ি, দোকানও পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে দমকল আসার আগেই স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজ শুরু করেন। এখনও পর্যন্ত ঘটনাস্থলে আগুন নেভানোর জন্য কাজ করছে দমকলের ১৫টি ইঞ্জিন। তবে দমকল দেরিতে আসায় এলাকার লোকজন কিছুক্ষণ বিক্ষোভ দেখান। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরে ধরে স্থানীয় লোকজন। চলে দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ বচসা। পরে পুলিশ লাঠি উঁচিয়ে তাঁদের তাড়া করলে পালিয়ে যান বিক্ষোভকারীরা।ওই ঝুপড়ির পাশেই রয়েছে একাধিক বিলাসবহুল বহুতল। সেদিকে যাতে আগুন ছড়িয়ে না পড়ে তার দিকে নজর রাখছেন দমকল কর্মীরা ও প্রশাসন। ঝুপড়ির বাসিন্দারা অগ্নিকাণ্ডের জেরে সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন।দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। এখনও পর্যন্ত আগুনে পুড়ে গিয়েছে প্রায় ১০০টির বেশি ঝুপড়ি। তবে সেই সংখ্যা আরও বাড়তে পারে।