Upload By K. Halder at 24th April 2025, 06:33 PM
বঙ্গবার্তা ব্যুরো,
মামলা আজকের নয়। ২০২০ সাল থেকে চলছে মামলা। সেই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের মন্তব্যে প্রশ্নের মুখে পড়ল সিবিআই। শীর্ষ আদালতের মন্তব্যে এই তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা এবং যোগ্যতা নিয়েই প্রশ্ন উঠছে।
রাজ্যের একাধিক বিজেপি নেতা অভিযোগ জানায় তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হচ্ছে। অর্জুন সিং বলেন তার বিরুদ্ধে ৬৪ টি মামলা রয়েছে। তার ছেলে পবন সিং এর বিরুদ্ধেও রয়েছে ৯টি মামলা। একই ভাবে মুকুল রায়ের নামেও মিথ্যে মামলার অভিযোগ তুলেছিল বিজেপি।
তবে মুকুল রায় তখন ছিলেন বিজেপিতে। তারপরে তিনি দল বদল করেন। সুপ্রিম কোর্টে ২০২০ সালে এই মামলা করেছিলেন বিজেপি নেতারা। সেই তালিকায় কৈলাস বিজয় বর্গীর নামও আছে। তাদের দাবি ছিল তদন্তের ভার রাজ্য পুলিশের হাত থেকে সিবিআইকে দেওয়া হোক। বিচারপতি অভয় ওক এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চে এই মামলা হচ্ছে।
বিজেপি নেতাদের দাবি শুনে বিচারপতিরা বলেন, আপনারা চাইছেন তদন্ত সিবিআই করুক। আপনারা কি নিশ্চিত সিবিআই সঠিক ভাবে তদন্ত করবে? বিচারপতির এই প্রশ্নের মুখে নীরব থাকেন মামলাকারীদের আইনজীবী।
এই মামলায় সুপ্রিম কোর্ট আগেও বিজেপি নেতাদের রক্ষা কবচ দিয়েছিল। এদিনও তা বজায় রেখেছে। তবে একই সঙ্গে তারা জানিয়েছেন, ,মামলা যেমন চলছে তেমনই চলবে। এই মামলার পরের শুনানি ২৩ শে জুলাই।