সুজয়কৃষ্ণ, শান্তনুর বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই

পীযূষ চক্রবর্তী,
শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু সহ তিনজনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটের প্রথম নামই রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এছাড়া চার্জশিটে নাম রয়েছে অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের সাসপেন্ড যুবনেতা শান্তনু বন্দোপাধ্যায় ও অরুণ হাজরার। এদিন কলকাতা নগর ও দায়রা আদালতে চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
সিবিআই চার্জশিটে এদিন নতুন করে তথ্য প্রমাণ লোপাটের ধারা যোগ করে। পাশাপাশি প্রতারণা, জালিয়াতি সহ আরও একাধিক ধারা রয়েছে চার্জশিটে। প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করে সুজয়কৃষ্ণকে। পরে ওই একই মামলায় সিবিআইও তাকে গ্রেফতার করে। দীর্ঘদিন প্রেসিডেন্সি জেলে বন্দি থাকার পর গত ১৯ ফেব্রুয়ারি জামিন পান অভিষেক ঘনিষ্ঠ কালীঘাটের কাকু। সম্প্রতি তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় সংস্থা।