বঙ্গবা্তা ব্যুরো,
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এক লম্বা তালিকা তৈরি করছে সি বি আই। ১৩২ জনের এই তালিকার প্রত্যেককে ধরে ধরে জিঙ্গাসাবাদ করতে চায় তদন্তকারী সংস্থা।এদেরকে জিঙ্গাসাবাদ করেই এই দুর্নীতি চক্রের আসল মাথাদের কাছে পৌঁছতে চাইছে সি বি আই।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষ সহ একাধিক ব্যক্তির নামে চার্জশিট পেশ করেছে সি বি আই। তাদের হাতে ২০১৭ সালে এক বৈঠকের নথি এসেছে। তাতে তারা জানতে পারে, সুজয়কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে এক বৈঠক হয়।তাতে কালীঘাটের কাকু, কুন্তল ঘোষ,শান্তনূ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।কুন্তল ঘোষে্র কর্মী অরবিন্দ রায় বর্মন গোপনে সব কথা রেকর্ড করে।সেই রেকর্ডিং পরে হাতে পায় সি বি আই। সেই রেকর্ডিং থেকে এটা স্পষ্ট যে চাকরি বিক্রির একটা চক্র কাজ করেছে।
এদিকে এই মামলায় এক অভিষেক ব্যানার্জির নাম উঠে আসে। তবে এই অভিষেক ব্যানার্জির আসল পরিচয় কী, কোথায় থাকে সে সম্পর্কে আর কিছু বিস্তারিত জানায় নি তদন্তকারী সংস্থা ।
নিয়োগ দু্নীতি মামলায় লম্বা তালিকা সি বি আইয়ের হাতে
