পীযূষ চক্রবর্তী
শারীরিক অসুস্থতার কারণে ফের একবার আদালতে হাজির করা গেল না সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। বুধবার তাকে আদালতে হাজির করানোর কথা থাকলেও এদিন অসুস্থতা বোধ করায় সুজয়কে আদালতে হাজির করানো সম্ভব হয়নি। ফলে এদিনও তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেনি সিবিআই।
প্রেসিডেন্সি জেল থেকে কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট বিচার ভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, জেল হাসপাতালে ভর্তি রয়েছেন সুজয়। তার শারীরিক অবস্থা বেশ খারাপ। তাই তাকে এই অবস্থায় আদালতে হাজির করানো সম্ভব নয়।
এর আগে শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণ ভদ্র। গত ২০ জানুয়ারি ওই হাসপাতাল থেকে তাকে ছাড়া হলে তারপর থেকে জেলেই বন্দি রয়েছেন তিনি।
তবে শারীরিক অবস্থা ফের খারাপ হওয়ার কারণে তাকে ভর্তি করতে হয়েছে জেল হাসপাতালে। গত ২১ জানুয়ারি কালীঘাটের কাকুকে আদালতে হাজির করানোর কথা থাকলেও সেদিন অসুস্থতার কারণে যেতে পারেননি। এদিন সুজয়ের আদালত চত্বরেই কণ্ঠস্বরের নমুনা নেওয়ার কথা ছিল সিবিআইয়ের। তবে ফের একবার খালি হাতেই ফিরতে হল তাদের।
যদিও এর আগে সুজয়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে গিয়ে নাজেহাল হতে হয়েছিল কেন্দ্রীয় সংস্থা ইডিকে। বহু নাটকের পর অবশেষে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে সফল হয় ইডি। ওই মামলায় অবশ্য জামিন পেয়েছেন সুজয়।