বঙ্গবার্তা ব্যুরো,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ডে বক্তৃতা দিতে যাবার আবেদনে সম্মতি কেন্দ্রের। ২২তারিখ রাতে কলকাতা ছাড়ছেন তিনি। বিধানসভায় নিজের কক্ষে মুখ্যমন্ত্রী নিজেই তার যাত্রার কথা জানিয়ে বলেন, বিদেশ সফরের জন্য কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র মিলেছে। বাইশে মার্চ রাতে প্রথমে কলকাতা থেকে দুবাই ও পরে সেখান থেকে লন্ডন যাত্রার সূচি রয়েছে তার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণেই সেখানে যাচ্ছেন। ঐতিহাসিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজ হাব এর মঞ্চে উপস্থিত থাকবেন ও বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। এক সপ্তাহ সফরের পর ২৯ শে মার্চ কলকাতায় ফিরবেন।
মুখ্যমন্ত্রীর অক্সফোর্ডে বক্তব্য রাখতে যাওয়ায় কেন্দ্রের সম্মতি
