দামোদরের বুকে জেটি গড়তে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল

বঙ্গবার্তা ব্যুরো,
শনিবার আসানসোল লোকসভা কেন্দ্রের আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত দামোদর নদীর বুকে অস্থায়ী কাঠের সেতু ও ওই এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় পোর্ট ও শিপিং মন্ত্রনালয় দফতরের আধিকারিক নবীন কুমার। বিজেপি বিধায়ক ও রাজ‍্য বিজেপির সভানেত্রী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের এই পরিদর্শনের মূল উদ্দেশ‍্য দামোদরের বুকে জেটি ঘাট নির্মাণ। যদিও দীঘাদিন ধরে ওই এলাকায় একটি স্থায়ী সেতুর দাবী রয়েছে। রাজ‍্য সরকারের পক্ষ থেকে প্রথমে ওই সেতু গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরবর্তী ক্ষেত্রে কোনো অহেতুক কারণে তা এখনো পর্যন্ত অধরাই থেকে যায়। যদিও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দাবি করেছেন, তিনি বিধানসভায় এই অঞ্চলে স্থায়ী সেতু গড়ে দেওয়ার স্বার্থে কেন্দ্র ও রাজ‍্যের ৮০/২০ খরচ করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাতেও রাজ‍্য সরকার কোনো সদুত্তর না দেওয়ায় প্রথমে তিনি কেন্দ্রীয় সড়ক যোজনামন্ত্রী নীতিন গডকরির সাথে দেখা করে স্থায়ী সেতুর প্রস্তাব দেন। কিন্তু জাতীয় সড়ক থেকে দামোদরের দূরত্ব বেশি হওয়ায় তা ওই দফতরের পক্ষ থেকে বাতিল হয়। শেষে তিনি স্থানীয় মানুষের যাতায়াতের সুবিধার জন‍্যে পোর্ট ও শিপিং দফতরের মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এর সঙ্গে দেখা করেন ও দামোদরের বুকে ওই অঞ্চলে জেটি নির্মাণের প্রস্তাব দেন। সেই প্রস্তাব অনুসারেই এদিন কেন্দ্রীয় পর্যবেক্ষক এলাকা পরিদর্শনে আসেন। তিনি বলেন, তাঁরা এলাকা পরিদর্শন করেছেন। যদি নদীর এই অংশ ম্যাপ অনুযায়ী ইউনিয়ন অফ ইণ্ডিয়ার অন্তর্ভূক্ত থাকে, তবেই তারা জেটি ঘাট নির্মাণ করে দেবেন। একই সাথে সমস্ত শর্ত মেনে নদী বুকে লঞ্চের ব‍্যবস্থাও করে দেবেন। যদিও স্থানীয় তৃণমূল কাউন্সিলার অশোক রুদ্র বিধায়কের এই উদ্যোগের সমালোচনা করেছেন।
তিনি বলেন, বিজেপি বিধায়কের এই উদ্যোগ রাজনৈতিক চমক। আগামী এক বছরের মধ‍্য রাজ‍্যে বিধান সভার নির্বাচন। সেই দিকে তাকিয়েই তিনি ভোটের রাজনীতি করছেন। তৃণমূলের তরফ থেকে স্থানীয় বাসিন্দারা যেখানে সকলে স্থায়ী সেতুরদাবী জানাচ্ছেন, সেখানে প্রথমে তিনি স্থায়ী সেতুর দাবী তুললে আজ জেটি নির্মাণের উদ্যোগ নিচ্ছেন। তার অভিযোগ সরকারকে না জানিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষককে নিয়ে এসেছেন, যেটা অন্যায়।