ফিরতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগ টি২০, কবে চালু হচ্ছে মেগা এই ইভেন্ট?

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

ফিরতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগ টি২০। ২০০৮ সালে এই প্রতিযোগিতা শুরু হলেও সে বার মুম্বইয়ে জঙ্গি হামলার ফলে ফাইনাল খেলা হয়নি। ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে ২০১০ ও ২০১২ সালে প্রতিযোগিতা দক্ষিণ আফ্রিকায় হয়েছে। বাকি মরসুমে হয়েছে ভারতে।

সূত্রের খবর, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগ টি২০। তার আগে মে মাসে শেষ হবে আইপিএল। বিশ্বের বাকি দেশের লিগও সেই সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। ফলে সেখান থেকে সেরা দল বেছে নেওয়া যাবে। এখন বিশ্বে লিগের সংখ্যা প্রচুর।আইসিসি আট সদস্যের একটি কমিটিও গড়েছে। এই কমিটি টু-টায়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও কাজ করবে। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি নিয়েও।

তবে এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে দুটি সমস্যা আছে। এর আগে সারা বিশ্বজুড়ে এত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হত না। আরও সমস্যার বিষয়, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর অধীনে বিভিন্ন দেশে দল রয়েছে। ফলে কার্যত একই মালিকানার দল চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারে। তাছাড়া বিদেশি প্লেয়ারদের মধ্যে অনেকে বিভিন্ন দলে খেলে।

ভারতের তিনটি দল, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে দুটো করে টিম এবং পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড থেকে একটি করে টিম খেলেছিল। এই টুর্নামেন্ট ফিরলে ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত মুহূর্ত হবে বলাই যায়।

এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০৩১ সাল পর্যন্ত ইংল্যান্ডেই হবে। আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৭, ২০২৯ এবং ২০৩১ সালের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকেই আয়োজক হিসেবে নির্ধারণ করা হয়েছে। পূর্ববর্তী সফল আয়োজনের অভিজ্ঞতা এবং ইংল্যান্ডের গ্রীষ্মকালীন সময়ের উপযোগী আবহাওয়াই এই সিদ্ধান্তের কারণ।

13:17