চণ্ডীতলা থানার ওসি সাসপেন্ড

পীযূষ চক্রবর্তী,
গুলিকাণ্ডে নাম জড়ানো চণ্ডীতলা থানার সদ্য প্রাক্তন ওসি জয়ন্ত পালকে সাসপেন্ড করা হল। পুলিশের অভ্যন্তরীণ কমিটির রিপোর্টের ভিত্তিতে রাজ্য পুলিশের এডিজি, আইনশৃঙ্খলা জাভেদ শামিম একটি নির্দেশিকায় জয়ন্তকে সাসপেন্ড করার কথা জানিয়েছেন। যা ইতিমধ্যেই কার্যকর হয়েছে। তার পাশাপাশি চণ্ডীতলা থানার আরও কয়েকজন জয়ন্ত ঘনিষ্ঠ অফিসার তদন্তকারীদের নজরে রয়েছেন। যারা জয়ন্তর মতোই অবৈধ উপায়ে বিপুল টাকার অধিকারী হয়েছেন বলে অভিযোগ।
এডিজি আইনশৃঙ্খলার নির্দেশিকায় বলা হয়েছে, জয়ন্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে। তাই বিভাগীয় তদন্ত চলাকালীন তিনি পদে থাকলে তা জনস্বার্থের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার রাতে শিবপুরের ঘোষপাড়া এলাকায় গুলিবিদ্ধ হন চণ্ডীতলা থানার তৎকালীন ওসি জয়ন্ত। তার হাতে গুলি লাগে। এক বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। এরপরই প্রশ্ন ওঠে, কোনোরকম নিয়ম না মেনেই এক জেলা থেকে অন্য জেলায় গিয়েছিলেন জয়ন্ত। এরপরই জয়ন্তর বিপুল সম্পত্তির বিষয়টি সামনে আসে।