পীযুষ চক্রবর্তী,
নৈহাটিতে এক তৃণমূল কর্মী খুনের ২৪ ঘণ্টার মধ্যে বদল করা হল ব্যারাকপুর কমিশনারেটের কমিশনারকে। অলোক রাজোরিয়াকে সরিয়ে তার জায়গায় আনা হয়েছে অজয় ঠাকুরকে। ডিআইজি কারা থেকে অজয়কে ব্যারাকপুরের কমিশনার করা হয়েছে। আগে ব্যারাকপুরের যুগ্ম কমিশনার (অপরাধ) পদেও কাজ করেছেন তিনি। পাশাপাশি কমিশনারের দায়িত্বও একসময় কিছুদিন সামলেছেন। শনিবার নবান্ন থেকে কমিশনার বদলের নির্দেশিকা জারি করা হয়। অলোক রাজোরিয়াকে পাঠানো হয়েছে ডিআইজি ট্রাফিক পদে। ট্রাফিকের এসপি পদে থাকা রাজনারায়ণ মুখোপাধ্যায়কে রাজ্য সশস্ত্র বাহিনীর দ্বিতীয় ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে।
নবান্নের তরফ থেকে এই বদলিকে রুটিন বদলি বলা হলেও যেভাবে দিনের পর দিন ব্যারাকপুর শিল্পাঞ্চলে খুনের ঘটনা ঘটছিল তাতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। ২৪ ঘণ্টা আগে তৃণমূল কর্মীর মৃত্যুর পর পরই এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা। দিনের পর দিন গুলি, বোমা, খুনের ঘটনায় ত্রস্ত হয়ে উঠেছিল ব্যারাকপুর। তৃণমূলের পক্ষ থেকে সাংসদ পার্থ ভৌমিক এই ঘটনার জন্য বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠদের দায়ী করেছিলেন। অপরদিকে অর্জুন ব্যারাকপুর শিল্পাঞ্চল অশান্তের পিছনে তৃণমূল কি দায়ী করেছিলেন।