দলে একাধিক বদল করে বার্মিংহামে দ্বিতীয় টেস্ট খেলতে নামল ভারত।
তিন পরিবর্তন করেছে ভারতীয় ম্যানেজমেন্ট। প্রত্যাশিতভাবেই এই ম্যাচে খেলছেন না জসপ্রীত বুমরাহ। বুমরাহের পরিবর্তে খেলানো হচ্ছে আকাশদীপকে। চোটের সমস্যায় দীর্ঘদিন ভুগেছেন বঙ্গ পেসার। সাই সুদর্শনের জায়গায় দলে এলেন নীতীশ কুমার রেড্ডি এবং শার্দূল ঠাকুরের জায়গায় এলেন ওয়াশিংটন সুন্দর।
টস হেরে ব্যাটিং করছে ভারত।শুরুতেই আউই হয়েছেন কেএল রাহুল। টসের সময় অধিনায়ক গিল বলেন,, বুমরাহকে ওর ওয়ার্কলোডের কথা ভেবে খেলানো হচ্ছে না। বেশ কয়েকটা দিনের বিরতি পেয়েছি আমরা। একটা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছি। ভাল খেলার ব্যাপারে আশাবাদী। লর্ডসে তৃতীয় টেস্ট হবে। ওখানে পিচ অনেক বেশি বোলিং সহায়ক তাই লর্ডসে বুমরাহকে খেলাব আমরা।
,রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পর অনেকেই ভেবেছিলেন হয়ত কুলদীপ এবার নিয়মিত টেস্টের একাদশে সুযোগ পাবেন। তা কিন্তু হচ্ছে না। ব্যাটিং গভীরতা বাড়াতে গিয়ে বিশেষজ্ঞ স্পিনার খেলানোই ভুলে গিয়েছে ভারত।
কুলদীপকে না খেলানোয় অবাকসুনীলও গাভাসকর ।
তিনি জানিয়েছেন, আমি বেশ অবাক হয়েছি কুলদীপকে দলে না নেওয়ায়। কারণ এই ধরনের পিচে কিছু না কিছু টার্ন থাকবেই,যদি তোমার টপ অর্ডার রান না করতে পারে, তাহলে সাত নম্বরে ওয়াশিংটন সুন্দর বা ৮ নম্বরে নীতীশ রেড্ডি এসে সব ঠিক করে দিতে পারবে না।
ভারতের প্রথম একাদশ:
যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশদীপ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ

