টিম ইন্ডিয়ার প্ৰথম একাদশে বদল! পরিবর্তে আসছেন কারা:

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর :

ছবি- বিসিসিআই ফেসবুক পেজ

আগামীকাল থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ বার্মিংহামের এজবাস্টনের মাঠে শুরু হবে। এই মাঠ ভারতের জন্য বহু বছর ধরে জয়ের স্বাদ পায়নি। এই পরিস্থিতিতে ভারতীয় দল যে দলে অনেক বদল করে খেলতে নামছে তা এক প্রকার স্পষ্ট, টিম ম্যানেজমেন্ট এমন এক কম্বিনেশন নিয়ে নামতে চলেছে যা সকলকে চমকে দিতে পারে,সূত্রের খবর অনুযায়ী, টিম ম্যানেজমেন্ট দুইজন বড় ম্যাচ উইনার বোলারকে ছাড়াই ম্যাচে নামার কথা ভাবছে।

গত কয়েক দিনে, যখন থেকেই জসপ্রীত বুমরাহের এজবাস্টনে না খেলার জল্পনা প্রকাশ্যে এসেছে তখন থেকেই বিকল্প নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া ।

ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখ্যাতে ইঙ্গিত দিয়েছেন, দু’জন স্পিনারকে খেলানো হতে পারে প্রথম একাদশে।
দু’জন স্পিনারকে খেলানোর সম্ভাবনা প্রবল। তবে কোন দু’জন খেলবে সেটা স্থির নয়। ওয়াশিংটন সুন্দর ব্যাটিংয়ের হাত ভাল। তবে কোন কম্বিনেশন হবে সেটা এখনও স্থির নয়।

দুশখ্যাত আরও জানান, নীতীশ কুমার রেড্ডি দলে ঢুকতে পারেন শার্দূল ঠাকুরের পরিবর্তে। আগের ম্যাচে শার্দূল ঠাকুর ব্যাট-বল, কোনও কিছুতেই দলের হয়ে অবদান রাখতে পারেননি। তাই দ্বিতীয় টেস্টে নীতীশ রেড্ডির খেলার সম্ভাবনাও প্রবল আছে।

যশস্বী জয়সওয়াল আগের ম্যাচে বেশ কতগুলি ক্যাচ মিস করে। ভারতীয় দলের অনুশীলনে দেখা যায় তাঁর সঙ্গে বেশ উত্তেজিতভাবে কথা বলছেন টিম ইন্ডিয়ার গম্ভীর। দীর্ঘক্ষণ কথা বলার পরে গুরু গম্ভীর নিজেও যশস্বীর ‘ক্লাস’ নেন। স্লিপে আসা কঠিন ক্যাচ কীভাবে লুফতে হয়, নিজেই হাতেকলমে দেখিয়ে দেন গম্ভীর। তবে দীর্ঘ আলোচনার পরেও যশস্বীকে নিয়ে সন্তুষ্ট হতে পারেননি গম্ভীর ।

19:40