বঙ্গবার্তা ব্যুরো,
যত দিন যাচ্ছে ক্রমেই বাড়ছে ওপেনএআইয়ের টেক্সট জেনারেটর পরিষেবা চ্যাটজিপিটির ব্যবহার।যখন প্রথম চ্যাটজিপিটি বাজারে আসে তখন গেল গেল রব উঠেছিল দুনিয়াজুড়ে। মানুষের বুদ্ধির কাজ যন্ত্র করে দিলে আগামী প্রজন্ম মাথা খাটিয়ে কাজ করতেই ভুলে যাবে বলে অনেকে আশংকা প্রকাশ করেন।তবে ভবিষ্যত যাই হোক ওপেনএআই ব্যবহারকারীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সদ্য প্রতি সপ্তাহে ওপেনএআই ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি ছাড়িয়ে গেছে।
বিভিন্ন এআই টুল ব্যবহারকারীদের জন্য বিভিন্ন সুবিধা নিয়ে আসে। ওপেনএআইয়ের সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে বলেই তথ্য দিচ্ছে।চীনের ডিপসিকের মতো প্রতিযোগীদের উপস্থিতি সত্ত্বেও ওপেনএআইয়ের এই সাফল্য নজর কেড়েছে।ওপেনএআইয়ের এই বৃদ্ধি এআই প্রযুক্তির ভবিষ্যতের সম্ভাবনা এবং এর ক্রমবর্ধমান প্রভাব বাড়বে বলেই ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ এক সময় কম্পিউটার নিয়ে প্রশ্ন তোলার পর তার ব্যবহার যেমন রোখা যায় নি তেমনই একসময় কৃত্রিম বুদ্ধিমত্তাকেও সঙ্গী করে নেবে মানুষ।ওপেনএআইয়ের এই বৃদ্ধি এআই প্রযুক্তির ভবিষ্যতের সম্ভাবনা এবং এর ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিতই দিচ্ছে।