প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশপ্রেমের রাজনীতি করার অভিযোগ মুখ্যমন্ত্রীর

Published By Subrata Halder, 29 May 2025, 07:51 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিরা যখন দেশের হয়ে বিদেশে গিয়ে গলা ফাটাচ্ছেন তখন অপরেশন সিঁদুরকে ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরাজ্যে রাজনৈতিক প্রচারের হোলি খেলছেন বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ আলিপুরদুয়ারের জনসভা থেকে রাজ্য সরকারের সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী নবান্নে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ওই সামরিক অভিযানের নাম অপরেশন সিঁদুর দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, উনি আগে নিজেকে চা-ওয়ালা পরে পাহাড়াদার বলতেন। আর এখন সিঁদুর নিয়ে বাণিজ্য করছেন।
মুর্শিদাবাদ ও মালদায় সাম্প্রদায়িক অশান্তির জন্য বিজেপি কে দায়ী করে মুখ্যমন্ত্রী বলেন, এব্যাপারে তার হাতে সব রকমের প্রমাণ আছে।
নিজের বক্তব্য রাখার সুযোগ পাওয়া যায়না বলেই তিনি নীতি আয়োগের সাম্প্রতিক বৈঠকে যোগ দেননি বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। নবান্নের সাংবাদিক বৈঠকে তাঁর অনুপস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর তোলা অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী বলেন গতবার নীতি আয়োগের বৈঠকে চার মিনিটের মাথায় তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে নিজের বক্তব্য তিনি জানাতে পারেননি। এটা তার এবং রাজ্যের জন্য অপমানজনক। সেই কারণেই এবার তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি। কর্ণাটক কেরালার মুখ্যমন্ত্রীও নীতি অয়োগের বৈঠকে অনুপস্থিত ছিলেন, এবিষয়ে প্রধানমন্ত্রী নীরব কেন মুখ্যমন্ত্রী তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন।

18:18