মন্ত্রিসভার বৈঠকে কয়েকটি দফতরের কাজে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

No More Delay Mamata Banerjee Government Review Meeting

Published By Subrata Halder, 02 June 2025, 11:55 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
দফতরভিত্তিক কাজে স্বচ্ছতার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে পরিবহণ দফতরের একটি সিদ্ধান্ত নিয়ে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর প্রতি কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বিশ্বব্যাঙ্কের সঙ্গে পরিবহণ দফতরের একটি ঋণচুক্তি হয়েছে, যার তথ্য মুখ্যমন্ত্রীর কাছে সময়মতো পৌঁছয়নি। বৈঠকে মুখ্যমন্ত্রীর মন্তব্য, আমার কাছে আনবে না, ক্যাবিনেটে আনবে না, আর তুমি ঋণ নিয়ে নেবে? মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন, আমার কাছে যেন সব আসে।
রাজ্যের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে জানানো বাধ্যতামূলক, এই বার্তা ফের স্পষ্ট করেন তিনি।
এছাড়া, রাজ্যের সরকারি আইন পরিকাঠামো এখনও কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না বলেও অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে মন্ত্রী মলয় ঘটক ও চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বলেও জানা গিয়েছে। এছাড়াও এদিনের বৈঠকে কয়েকটি গুরুত্ব পূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়।

09:29