Published by Subrata Halder on 30 April 2025 at 1:56 pm
বঙ্গবার্তা ব্যুরো,
কলকাতার ফলপট্টিতে দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় ৯৯ জনকে উদ্ধার করেছে দমকল বাহিনী। পরিস্থিতির মোকাবিলায় দমকল বাহিনী ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশংসার পাশাপাশি এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যে জীবন বাজি রেখে যে অভিযান চলেছে তার জন্য স্থানীয় বাসিন্দাদের রাজ্য সরকারের তরফেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। দমবন্ধ হয়ে ও ঝাঁপ দিয়ে আত্মরক্ষার চেষ্টা করে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকারের তরফেও অনুদান হিসেবে মৃতদের নিকট আত্নীয়দের হাতে এককালীন দু লাখ টাকা ও জখমদের ৫০ হাজার টাকা অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বিভাগীয় তদন্তের নির্দেশ কার্যকর করতে তৎপর রাজ্য সরকার।

