ইউনূসের বাংলাদেশে এবার রবীন্দ্রনাথ কে মুছে ফেলার চেষ্টা, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

Published By Subrata Halder, 12 June 2025, 09:32 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের সিরাজগঞ্জের পৈতৃক ভিটেতে ভাঙচুরের ঘটনায় গভীর ক্ষোভ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি, প্রতিবেশী দেশের সরকারের কাছে এই ঘটনার জবাবদিহি চেয়ে আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক হস্তক্ষেপের আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, এই ঘটনা কেবল একটি বাড়ির উপর হামলা নয়, এটি উপমহাদেশের সৃজনশীলতার উপর আঘাত। এই পৈতৃক বাড়ির সঙ্গে কবির সৃষ্টিশীলতা ও আত্মিক সম্পর্ক ছিল। বহু অমর সৃষ্টি এই বাড়িতে বসেই রচিত হয়েছে। তার বক্তব্য এই হামলা জাতীয় গর্ব ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর প্রত্যক্ষ আক্রমণ।
মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, বাংলার মানুষের কাছে এটি রবীন্দ্রনাথের ঐতিহ্যের উপর আঘাত। ঠাকুরের পারিবারিক শিকড়ে হামলা মানেই তার অমর সৃষ্টির মূলেই আঘাত করা। যা মানবজাতির ঐক্যের বার্তা বহন করে।
এই ঘটনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, এই নৃশংস ও নির্বোধ হামলার দোষীদের বিচার করতে যেন কোনও কসুর না করা হয়। আন্তর্জাতিক স্তরে শক্ত প্রতিবাদ জানানো হলে ভবিষ্যতে এমন ঘটনা আটকানো সম্ভব।
চিঠির শেষে মুখ্যমন্ত্রী লিখেছেন, রবীন্দ্রনাথ শুধু বাংলার নন, তিনি সারা বিশ্বের।
চিঠিটি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির রাইসিনা হিলসের দফতরে। সূত্রের খবর, নবান্ন ইতিমধ্যেই এই বিষয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতে উদ্যোগী হয়েছে। অপেক্ষা দিল্লির প্রতিক্রিয়ার দিকে।

14:44