মাদারি হাটের বিরপাড়ায় ডোলোমাইট সাইডিং ঘিরে দূষণের অভিযোগ,ক্ষোভ মুখ্যমন্ত্রীর

Published By Subrata Halder, 16 June 2025, 11:10 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
সোমবার বিধানসভায় পরিবেশ দূষণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, মাদারিহাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বীরপাড়া রেল স্টেশনের কাছে রেলওয়ের একটি ডোলোমাইট সাইডিং এলাকা থেকে ব্যাপক মাত্রায় ধুলো ও দূষণ ছড়াচ্ছে।
এই বিষয়ে ‘মেনশন’ কেসে বিধানসভায় প্রসঙ্গ তোলেন মাদারিহাটের তৃণমূল বিধায়ক জয়প্রকাশ টোপ্পো। তিনি বলেন, ওই সাইডিং এলাকার আশেপাশে ২৫ টিরও বেশি স্কুল, একটি ব্যস্ত বাজার, টেলিফোন এক্সচেঞ্জ রয়েছে। ডোলোমাইট লোড আনলোডের সময় যে ধুলো উড়ছে, তা থেকে শ্বাসকষ্ট, চর্মরোগ ও অন্যান্য বায়ুদূষণ সংক্রান্ত রোগ দেখা দিচ্ছে। রাজ্য সাধারণ হাসপাতালের সুপার ইতিমধ্যেই ডিআরএমকে একটি চিঠি লিখে অনুরোধ করেছেন যাতে এই সাইডিং এলাকা জনবহুল এলাকা থেকে সরানো হয়। কিন্তু এখনো পর্যন্ত কোনো সাড়া মেলেনি।
টপ্পো আরও বলেন, সাধারণ মানুষের স্বার্থে রাজ্য প্রশাসনের কাছে আমার অনুরোধ, এই সাইডিং এলাকাটি যেন অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিধায়কের উদ্বেগ শোনার পর মুখ্যমন্ত্রী স্পিকারের অনুমতি নিয়ে বক্তব্য রাখেন এবং জানান, তিনি মুখ্যসচিব মনোজ পান্তকে বিষয়টি রেল মন্ত্রকের সঙ্গে আলোচনার জন্য নির্দেশ দেবেন।
তিনি বলেন, আমি মুখ্যসচিবকে বলব যেন তিনি রেল মন্ত্রকের সঙ্গে এই বিষয়ে কথা বলেন। সাধারণ মানুষের স্বাস্থ্য এবং পরিবেশ রক্ষার স্বার্থে এটি অত্যন্ত জরুরি। স্থানীয় বাসিন্দারাও ইতিমধ্যেই একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন এবং অবিলম্বে ডোলোমাইট সাইডিং অপারেশন বন্ধের দাবি তুলেছেন।

01:20