৩১ শে জুলাই দূর্গাপূজা কমিটি গুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর

বঙ্গবার্তা ব্যুরো,

ফাইল ছবি -মমতা ব্যানার্জি ফেসবুক পেজ

দুর্গাপুজোর এর মাস দুয়েক বাকি। গত বছর আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুজোর আনন্দ অনেকখানি ম্লান হয়েছিল। সরকারের কাছ থেকে পুজোর অনুদান নেওয়া অনেকে প্রত্যাখ্যান করেন। অনেকে চেক ফিরিয়েও দেন। পুজো বন্ধ থাকুক এমন দাবীও ওঠে আন্দোলন কারীদের তরফে।তারপর কেটে গেছে একবছর,
এই বছর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপুজো। বেশিরভাগ বিগ বাজেটের পুজোগুলির প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সেই কাজ আরও একটু এগিয়ে দিতে শহরের বড় পুজোকমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী ৩১ শে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক হবে। পুজো উদ্যোক্তাদের পাশাপাশি ওইদিনের আলোচনায় থাকবে কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, দমকল বিভাগ, সিইএসসি, পরিবহণ বিভাগের শীর্ষ আধিকারিকরাও। এবছর পুজোর অনুদান আরও বাড়াতে পারেন মুখ্যমন্ত্রী, সেই প্রত্যাশা করছেন উদ্যোক্তারা।

এবার ২৮ শে সেপ্টেম্বর ষষ্ঠী, পুজোর শুরু। অন্যান্য বছরের তুলনায় একটু আগেই। প্রস্তুতির জন্য খুব বেশি সময় নেই হাতে। প্রতিবছর পুজোর আগে প্রস্তুতি বৈঠক করে থাকেন মুখ্যমন্ত্রী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য সচেষ্ট সরকার।

পুজোয় ভিড়ের কথা মাথায় রেখে ট্রাফিক ব্যবস্থা বদল থেকে শুরু করে মণ্ডপের সুরক্ষায় দমকল বিভাগ, বিদ্যুৎ বিভাগকে বাড়তি সতর্কতা, দায়িত্বের কথা মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বাংলার সমস্ত পুজো কমিটিকে সরকারি অনুদানের কথা ঘোষণা করেন তিনি। গত কয়েকবছর ধরে ধাপে ধাপে সেই অনুদানের আর্থিক অঙ্ক বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২৪ সালে সেই অনুদানের অঙ্ক ছিল ৮৫ হাজার টাকা।