Upload By K. Halder at 9th March 2025, 07:07 PM
বঙ্গবার্তা ব্যুরো,
সুপ্রিমকোর্টের রায়ে ২৬০০০ শিক্ষক নিয়োগ বাতিলের জেরে রাজ্যজুড়ে চাকরি হারানো শিক্ষকরা অসন্তুষ্ট। এদিন তাদের ডি আই অফিস ঘেরাও অভিযানে উত্তেজনার ছবি দেখা যায় বিভিন্ন প্রান্তে। বুধবার এই নিয়ে নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি বলেন, চাকরি হারানো মানুষদের কষ্ট সরকার বোঝে। আমরা তাদের পাশে আছি। সরকার মানবিকতার দিক মাথায় রেখে সব রকম পদক্ষেপ নিচ্ছে।
মুখ্যসচিব বলেন, আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছি। খুব তাড়াতাড়ি রিভিউ পিটিশন ফাইল করা হবে। এই সমস্যা আইনগতভাবে মেটাতে হবে। নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভায় মুখ্যমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা তা মাথায় রেখেই এগোচ্ছি। একইসঙ্গে তিনি সতর্ক করেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো ভাবেই কাম্য নয়। কেউ যেন এমন কিছু না করেন যাতে আইনগত জটিলতা বাড়ে। সরকারের তরফে কোনো খামতি নেই, আমরা সর্বোচ্চ স্তরে চেষ্টা করছি, দ্রুত সমাধানের।
আমরা কাউকে টার্মিনেশন লেটার দিইনি। সুপ্রিম কোর্টের রায় মেনেই আমাদের পদক্ষেপ করতে হচ্ছে। কাউকে উস্কানিতে পা না দিতে অনুরোধ করছি। শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক, সেটাই চাই। বুধবার, রাজ্যের একাধিক জেলায় ডিআই বা জেলা পরিদর্শক অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছিলেন চাকরিহারারা। কসবায় ব্যারিকেড ভেঙে অফিসে ঢোকার চেষ্টায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়, চলে লাঠিচার্জ, আহত হন একাধিক শিক্ষক-শিক্ষিকা। এই প্রেক্ষিতে মুখ্যসচিব বলেন, আমরা চাই না এমন ঘটনা ঘটুক। কারো উস্কানিতে যেন পরিস্থিতি আরও উত্তপ্ত না হয়।
কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, পুলিশ আক্রান্ত হয়েছে বলেই পদক্ষেপ নিতে হয়েছে। ছয়জন পুলিশ আহত, একজন গুরুতর। ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে যে ছবি প্রচারিত হয়েছে, তা একপেশে, সম্পূর্ণটা নয়। প্রশাসনের তরফে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।