বঙ্গবার্তা ব্যুরো,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক নীতি কার্যকর হওয়ার পরপরই পাল্টা প্রতিক্রিয়া জানাল চিন, কানাডা ও মেক্সিকো। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, আমেরিকার এই শুল্ক নীতির যৌক্তিকতা নেই এবং এটি আমেরিকানদের ওপর অর্থনৈতিক চাপ বাড়াবে। কানাডা পাল্টা ২৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে, যা প্রাথমিকভাবে ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যের ওপর প্রভাব ফেলবে এবং ধাপে ধাপে ১৫৫ বিলিয়ন ডলারের পণ্য এতে অন্তর্ভুক্ত হবে।
বেইজিংও পাল্টা ব্যবস্থা নিয়েছে। ট্রাম্পের নতুন শুল্কের জবাবে মার্কিন কৃষিপণ্য ও খাদ্যসামগ্রীর ওপর ১০-১৫% শুল্ক বৃদ্ধি করেছে। এছাড়া, ২৫টি মার্কিন কোম্পানির ওপর রপ্তানি ও বিনিয়োগ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ১০ই মার্চ থেকে মার্কিন মুরগি, গম, ভুট্টা, তুলা, সয়াবিন, শুকরের মাংস, শাকসবজি ও দুগ্ধজাত পণ্যে অতিরিক্ত শুল্ক বসাবে চিন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম জানিয়েছেন, তারা ইতিমধ্যে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রেখেছেন এবং এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা জানানো হবে।
বিশ্ববাজারে এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিৎজ মন্তব্য করেছেন, এই পদক্ষেপ মুদ্রাস্ফীতি বাড়াবে ও অর্থনৈতিক বৃদ্ধি কমিয়ে দেবে। বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেটও সমালোচনা করে বলেছেন, “শুল্ক এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ, যা দীর্ঘমেয়াদে ভোক্তাদের ওপর করের বোঝা তৈরি করবে।”