এবার মার্কিন পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপাল চিন! শুরু বাণিজ্যযুদ্ধ?

বঙ্গবার্তা ব্যুরো,
ডোনাল্ড ট্রাম্পের ৩৪ শতাংশ শুল্ক আরোপের জবাবে পাল্টা ব্যবস্থা নিয়েছে বেজিং।আগামী ১০ এপ্রিল থেকে সব মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক কার্যকর করা হবে বলে জানিয়েছে চিন। একইসঙ্গে আমেরিকা থেকে আমদানি করা বিরল কিছু পণ্যে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করার কথাও জানিয়েছে বেজিং। সাতটি খনিজ উপাদানের (রেয়ার আর্থ এলিমেন্টস)রফতানি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছেন চিনের প্রেসিডেন্ট।১১টি আমেরিকান সংস্থাকে ‘বিশ্বস্ত নয়’ বলে উল্লেখ করে চিনে তাদের বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে।
গত বুধবার বিশ্বের বিভিন্ন দেশের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এতে তিনি চিনের ওপর নতুন করে ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপের কথা জানান।আগে চাপানো শুল্কসহ তা পৌঁছোয় ৫৪ শতাংশে।মার্কিন পণ্য আমদানিতে সমান পাল্টা শুল্ক আরোপ করার পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি মামলাও করেছে চিন।
তবে চিনের এই শুল্ক চাপানোর সিদ্ধান্তে অসন্তুষ্ট ডোনাল্ড ট্রাম্প।মার্কিন পণ্যে চিনের পাল্টা শুল্ক আরোপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, চিন ভুল করছে।তারা এমন কাজ করছে, যার পরিণাম ভোগার মতো অবস্থায় তারা নেই।

18:30