চীন কাঁপাচ্ছে হলিউডের হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন ছবি

Published by Subrata Halder, 16 June 2025, 10:24 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
চীনের প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে হলিউডের বহুল আলোচিত ছবি হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন। জুনের ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে ছবিটি ৭ কোটি ৯৭ লাখ ইউয়ান আয় করেছে। মার্কিন ডলারে এটি প্রায় ১১ দশমিক ১ মিলিয়ন।
ছবিটি ছিল সপ্তাহান্তের সবচেয়ে বেশি আয়ের ছবি। বিশেষ করে আইম্যাক্স সংস্করণে মিলেছে প্রায় ১ কোটি ৬০ লাখ ইউয়ান। এটি মোট আয়ের ১৫ শতাংশ।
গত দুই সপ্তাহ ধরে চীনের বক্স অফিসের শীর্ষে ছিল ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’। এবার ছবিটি নেমে এসেছে দ্বিতীয় স্থানে। এই অ্যাকশনধর্মী ছবিটি আরও ৪৭ লাখ মার্কিন ডলার রোজগার করেছে। চীনে এখন পর্যন্ত এর মোট আয় দাঁড়িয়েছে ৫ কোটি ৫৮ লাখ ডলার। এই আয় চলতি বছরের অন্যতম সফল বিদেশি ছবি হিসেবে বিবেচিত হচ্ছে।
পাশাপাশি চীনে নির্মিত অ্যানিমেটেড ফ্যান্টাসি চলচ্চিত্র এন্ডলেস জার্নি অব লাভ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ২৪ লাখ ডলার আয় করে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২ কোটি ১৩ লাখ ডলার।
ছবিটি পরিচালনা করেছেন চৌ তিয়ানান ও ইউ আউ। গল্পে দেখা যায়, ১৯৩০ সালের চীনা প্রেক্ষাপটে গ্রামীণ এক মেয়ের হাতে সময় নিয়ন্ত্রণের শক্তি চলে আসে যা তাকে নানা বিপদের মুখে ফেলে দেয়। এতে কণ্ঠ দিয়েছেন ক্যারি ওয়াং, লিউ শাওইউ ও চৌ শেন।
রোমান্টিক কমেডি ঘরানার চীনা ছবি লাভ লিস্ট প্রথম দুই দিনে আয় করেছে ১৫ লাখ ডলার। এটি পরিচালনা করেছেন তিয়ান ইউ শেং।
পঞ্চম স্থানে রয়েছে লায়ন্সগেট প্রযোজিত থ্রিলারধর্মী ছবি ব্যালেরিনা। এই ছবির মুখ্য চরিত্রে আছেন আনা ডে আরমাস। দ্বিতীয় সপ্তাহ শেষে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৫৯ লাখ ডলার।
পুরো সপ্তাহান্তে চীনের বক্স অফিসে মোট আয় হয়েছে ২ কোটি ৭১ লাখ ডলার। আগের সপ্তাহের তুলনায় কিছুটা বেশি এই আয়। বছরের শুরু থেকে চীনে মোট বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ৩৯১ কোটি ডলার। এটি গত বছরের এই সময়ের তুলনায় ২৪ দশমিক ৬ শতাংশ বেশি।