এবার গ্লোবাল সাউথ, আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধে ভারতকে পাশে চাইল চিন

বঙ্গবার্তা ব্যুরো,
বিশ্বের সর্ববৃহৎ দুই অর্থনীতির দেশ আমেরিকা ও চিন। পাল্টাপাল্টি শুল্ক আরোপ নিয়ে এ দুই দেশ এখন বৃহৎ বাণিজ্যযুদ্ধের দ্বারপ্রান্তে।ক্ষমতায় এসেই বেজিংয়ের পণ্যে কোপ দিতে বা তা থেকে আরও লাভ ঘরে তুলতে চিনা পণ্যে শুল্ক বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্পের এই ট্যাক্স নীতি কার্যকর করাটা ভালভাবে নেয় নি বেজিং।এবার ট্রাম্পের এই শুল্ক সিস্টেমের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করতে ভারতকেও পাশে চাইল চিন।
সেদেশের সংসদীয় অধিবেশনে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন যে দুই দেশ যদি আরও কাছে থাকে তাহলে তাঁর সুফল মিলবে।ভারত এবং চিনের শক্তির কথা বলতে গিয়ে ‘হাতি’ এবং ‘ড্রাগন’-এর উপমা ব্যবহার করেছেন চিনের বিদেশমন্ত্রী। তিনি বলেছেন তিনি বলেন, ‘ড্রাগন এবং হাতি একসঙ্গে নাচবে। এটাই সঠিক সিদ্ধান্ত। একে অপরকে হারানোর চেষ্টা না করে একে অপরকে সমর্থন করতে হবে আমাদের। বেজিংয়ের হিসেবে ভারত ও চিন এশিয়ার দুই বড় শক্তি এক হলে আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে ‘গ্লোবাল সাউথ’-এর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হয়ে দাঁড়াবে।
ভারত-চিন সীমান্ত জটিলতা থাকলেও বর্তমানে কিছুটা স্বাভাবিক হয়েছে দু-দেশের সম্পর্ক।এমন পরিস্থিতিতেই এশিয়ার আর এক বৃহৎ শক্তির হাত ধরতে চাইল চিন।ট্রাম্প প্রশাসনের চিনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ নিয়ে হার না মেনে লড়াইয়ের ময়দানেই নামতে চাইছে বেজিং।ঘটনাচক্রে এরকম একটা সংকটের সময়ে চিনের ভারতকে পাশে পেতে চাওয়াকে অনেকে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অনেকে ।