Upload By K. Halder at 14th March 2025, 12:08 PM
বঙ্গবার্তা ব্যুরো,
আসন্ন কলিঙ্গ সুপার কাপে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অস্বচ্ছ বাছাই প্রক্রিয়ার কারণ দেখিয়ে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিল চার্চিল ব্রাদার্স। প্রথম রাউন্ডে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ ছিল তারা, যার ফলে না খেলেই কোয়ার্টার ফাইনালে চলে যেতে পারে মোহনবাগান।এই মর্মে তারা চিঠি দিয়েছে। ২০শে এপ্রিল থেকে ওড়িশায় শুরু হচ্ছে সুপার কাপ। মরসুম শেষে এই ট্রফির আয়োজনে প্রতিটি ক্লাবই অনিচ্ছুক ঘোড়া।
ইতিমধ্যে সদ্য আইএসএল চ্যাম্পিয়ন সুপারকাপে কার্যত দ্বিতীয় সারির দল নামাতে চলেছে বলে খবর। ক্লাবের আভ্যন্তরীণ গণ্ডগোলের জেরে মহমেডান স্পোর্টিং সুপার কাপ থেকে সরে দাঁড়াচ্ছে। একমাত্র ইস্টবেঙ্গল পূর্ন শক্তির দল নিয়ে সুপার কাপে যাচ্ছে। তারা গতবছরের চ্যাম্পিয়ন। ফলে খেতাব রক্ষার তাগিদ রয়েছে। ইতিমধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে প্রস্তুতি নিচ্ছে। রবিবার প্রথম প্রস্তুতি ম্যাচে আনোয়ার আলির একমাত্র গোলে জিতেছে। ফলে সুপার কাপ এআইএফএফ আয়োজন করলেও অংশগ্রহনকারীরা অংশগ্রহনের ব্যাপারে সেভাবে আগ্রহী নয়।
চার্চিল ব্রাদার্স ইতিমধ্যে আই লিগ খেতাব পাওয়া নিয়ে অসন্তুষ্ট। কারন আই লিগ শেষ হলেও চ্যাম্পিয়ন চার্চিল না ইন্টার কাশী তা ফেডারেশন জানাতে পারেনি। একটি ম্যাচের ফয়সালা যেহেতু শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে ওপর ঝুলে রয়েছে। তাই ফেডারেশনের ওপর ক্ষুব্ধ গোয়ার এই ফুটবল ক্লাবটি সুপার কাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল।