স্যালাইন কাণ্ডে মেদিনীপুর হাসপাতালের দুই চিকিৎসককে জেরা সিআইডির

CID Interrogates Doctors in Medinipur Saline Incident

পীযূষ চক্রবর্তী

স্যালাইন কাণ্ডে এবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই সিনিয়র চিকিৎসককে জেরা করল সিআইডি। শুক্রবার তাদের ভবানী ভবনে ডেকে পাঠানো হলে সময় মতো তারা সেখানে চলে আসেন। দুই সিনিয়র চিকিৎসক হিমাদ্রি নায়েক এবং দিলীপ পালকে জেরা করছেন সিআইডির গোয়েন্দারা।

এর আগে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে হাসপাতালের সুপার ও চিকিৎসকদের জেরা করেন গোয়েন্দারা। এদিন গোয়েন্দারা হিমাদ্রি ও দিলীপের কাছ থেকে জানতে চান ঘটনার দিন তারা ডিউটিতে ছিলেন কিনা? কারণ স্যালাইন কাণ্ডের সময় ওই দুই চিকিৎসকের হাসপাতালে ডিউটি করার কথা থাকলেও তারা সেদিন আসেননি বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই ওই দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সন্তানের জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচ প্রসূতি। স্যালাইন দেওয়ার পরই অসুস্থ হয়েছিলেন তারা। স্যালাইনের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে এক প্রসূতির মৃত্যু হয়। তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য। তারপরই সিআইডি তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকার।