বছর শেষে সিনেমা হল ব্ল্যাক হতে পারে


বঙ্গবার্তা ব্যুরো,
বাংলা ছবিতে এখন বদল আসছে। নাচা-গানা ছবির কদর কমছে বলেই হয়ত প্রচলিত ধারার বাইরে গিয়ে ছবি করছেন পরিচালক, প্রযোজকরা। সেই মতো বাংলা ছবির নায়ক নায়িকাদের চরিত্রেও বদল এসেছে। চলতি বছরের শেষে সে রকমই এক ছবি আসার সম্ভাবনা রয়েছে। ছবির নাম ‘ব্ল্যাক’।
এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে চান্দ্রেয়ী ঘোষকে।তাঁর চরিত্রের নাম বৃন্দা সেন। চান্দ্রেয়ীর সঙ্গে ছবিতে থাকছেন বিমল গিরি, স্বৈরীতি বন্দ্যোপাধ্যায়, তন্নিষ্ঠা বিশ্বাস, শঙ্কর দেবনাথ সহ আরো অনেকে।পরিচালক অনির্বাণ চক্রবর্তী।
ছবির মূল বিষয় এক মৃত্যু রহস্য উদ্ঘাটন। ভরপুর অ্যাকশন, টান টান উত্তেজনা সবই থাকছে ছবিতে। শুটিং হবে এই শহরের বিভিন্ন জায়গায়।