Published By Subrata Halder, 30 May 2025, 12:33 a.m.
অনির্বাণ বৈঠা, বঙ্গবার্তা
হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ যাওয়ার মেট্রো লাইনের কাজ বাকি থাকার কারনে পুরোপুরি মেট্রো চলেনা। হাওড়া মেট্রোর যাত্রী ক্রমাগত ভাবে বাড়ছে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ ট্রায়াল হওয়ার পরেও মেট্রো পরিষেবা চালু হয়নি। যা নিয়ে মেট্রো যাত্রীদের মধ্যে আগ্রহ যেমন বাড়ছে তেমনি বিরক্তি ও বাড়ছে এই মেট্রো চালুর দেরী হওয়ার জন্য। তবে মেট্রো রেল জানাচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো এবং শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রো খুব শীঘ্রই চালু হবে। আশা রেলওয়ে সেফটি কমিশনার সিআরএস থেকে ছাড়পত্র এসে গেছে, তবে ঠিক কবে থেকে চালু হবে তা চূড়ান্ত হয়নি।
হাওড়া ময়দান থেকে এই মেট্রো পরিষেবা চালু হয়ে গন্তব্য সেক্টর ফাইভ পর্য্যন্ত । হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্র যাতায়েত চলছে এবং এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ চালু হয়ে গেল এক বিরাট সুবিধা হবে বলে অনুমান। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো ৪.৮ কিলোমিটার হলেও মেট্রো মাত্র পাঁচ মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছে দেয়। এসপ্ল্যানেড মেট্রো থেকে শিয়ালদহ পর্য্যন্ত ২.৫ কিলোমিটার যা যাত্রীরা আরো স্বল্প সময়ের মধ্যে তাদের গন্তব্যে পৌঁছে যাবে। তাই স্বাভাবিক ভাবেই এই মেট্রো অবিলম্বে চালু হবার দাবী উঠছে। বিশেষ করে একের পর এক বিভিন্ন ইস্যুতে শহরে মিটিং মিছিল লেগেই থাকে। যানজট তো আছেই। তার মধ্যে রয়েছে নানা ঝক্কি ঝামেলা। ইস্ট ওয়েস্ট পুরোপুরি চালু হলে হাঁফ ছেড়ে বাঁচবেন শহরের নিত্য যাত্রী।

