মধ্যপ্রদেশে প্রিন্সিপালের মাথায় গুলি করে খুন করল দ্বাদশ শ্রেণীর ছাত্র

বকুনি দেওয়ার ভয়ংকর মাসুল গুনতে হল শিক্ষককে। মধ্যপ্রদেশে ঘটল ভয়ংকর কাণ্ড! স্কুলে ঢুকে প্রকাশ্যে প্রধানশিক্ষককে গুলি করে খুনের অভিযোগ উঠল দ্বাদশ শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে, মধ্যপ্রদেশের ছতরপুরের এক সরকারি স্কুলে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত প্রধান শিক্ষকের নাম সুরেন্দ্রকুমার সাক্সেনা। পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। সেখানে দেখা যায়, অভিযুক্ত পড়ুয়া প্রধানশিক্ষককে ফলো করে বাথরুমে যায়। সেখানে গিয়ে শিক্ষকের মাথায় সরাসরি গুলি চালিয়ে খুন করে। বন্দুকের গুলির আওয়াজে স্কুলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে।  গুলির শব্দে উত্তেজিত হয়ে কর্মীরা প্রিন্সিপালের অফিসে ছুটে যায়। ফিস ঘর থেকে কয়েক হাত দূরে শৌচাগারে রক্তাক্ত অবস্থায় শিক্ষকের দেহ উদ্ধার হয়। বাকি শিক্ষকের সেখানে পৌঁছনোর আগেই অভিযুক্ত ছাত্র সেখান থেকে পালিয়ে যায়। জানা গিয়েছে, অভিযুক্ত আর এক পড়ুয়ার সাহায্যে সেখান থেকে বাইকে করে পালিয়ে যায়। পুলিস সুপার অগম জৈন জানিয়েছেন, দুই ছাত্রের বিরুদ্ধে বেশ কয়েকবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল। তাদের অনেকবার সতর্কও করা হয়। সেই ঘটনার জেরেই কি হামলা, না কি নেপথ্যে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিস।