বঙ্গবার্তা ব্যুরো , সন্দীপ সুর
ছবি সোশ্যাল মিডিয়া
ফের একবার ফিফা নির্বাসনের মুখে ভারতীয় ফুটবল।এর আগে ২০২২ সালেও ফিফা ভারতীয় ফুটবলকে নির্বাসিত করেছিল। ফিফার তরফ থেকে চিঠি দিয়ে নির্বাচন করানোর স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, ফিফা এবং এএফসির গাইড লাইন মেনে এআইএফএফের সংশোধিত সংবিধান তৈরি করতে হবে। ফেডারেশনের পরবর্তী সাধারণ সভায় এই সংবিধানকে অনুমোদন করানো বাধ্যতামূলক। আর এই পুরো প্রক্রিয়া শেষ করতে হবে আগামী ৩০ অক্টোবরের মধ্যে।
একবার নির্বাসিত হলে ভারতীয় দল যেমন কোনও আন্তজার্তিক ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে না তেমনই ক্লাবগুলিও বেকায়দায় পড়বে। ফেডারেশন নির্বাসিত হলে ভারতের ক্লাব দলগুলিও আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে পারবে না।
মোহনবাগান এসিএল টু-তে খেলার সুযোগ পেয়েছে। ভারতীয় ফুটবল ফেডারেশনকে ফিফা নির্বাসিত করলে মোহনবাগান এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে শুরু করে দিয়েছে। কিন্তু ভারতকে ফিফা নির্বাসিত করলে লাল হলুদের মহিলা দলও এই টুর্নামেন্ট খেলার যোগ্যতা হারাবে।
আপাতত ফিফার পাঠানো চিঠি সুপ্রিম কোর্টের কাছে পাঠাবেন কল্যাণ চৌবে। কেন্দ্রের ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রককেও পাঠাবেন । এর পরে দ্রুত রায়দানের জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করা হবে। কল্যাণের আমলে ভারতীয় ফুটবলে শুধুই অন্ধকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। যেখানে আইএসএল আয়োজন করা নিয়ে কী পদক্ষেপ করা হচ্ছে, সেই নিয়ে জানাতে হবে। মোটামুটি যে খসড়া তৈরি হয়েছে, তাতে ২৪ অক্টোবর থেকে আইএসএল শুরু করার পরিকল্পনা রয়েছে।

