Published By Subrata Halder, 27 May 2025, 05:55 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
একটা কথা প্রচলিত আছে ব্রাজিলের ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া যে কোনো ফলই ব্যর্থতা। সেই দলটিরই এখন ভয়াবহ অবস্থা। পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল এখনও বিশ্বকাপে মূল পর্বে খেলতে পারবে কি না তাই নিশ্চিত করতে পারেনি। হেক্সা-মিশন বলতে বলতে হাঁপিয়ে উঠেছে গত ২৫ বছর ধরে। বিশ্বকাপ জেতার নাম নেই।
কার্লো আনচেলত্তির হাত ধরে কি সেই হতাশা কাটবে ? ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা তেমনই। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হিসেবে পূর্ণমেয়াদে দায়িত্ব নিয়েছেন। সোমবার প্রথম সাংবাদিক সম্মেলনে বললেন ব্রাজিলকে আবারও চ্যাম্পিয়ন বানাতে চাই।
জুনে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে আনচেলত্তির। ইতালিয়ান এই কোচ এরই মধ্যে ওই ম্যাচগুলোর জন্য তার প্রথম স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সদরদফতরের সাংবাদিক সম্মেলনে আনচেলত্তি বলেন, বিশ্বের সেরা দলকে নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত এবং গর্বিত। আমার সামনে একটি বড় কাজ আছে।
আমি আনন্দিত, চ্যালেঞ্জটি দুর্দান্ত। এই দলের সাথে আমার সবসময়ই একটি বিশেষ সংযোগ ছিল, আমরা আবার ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার জন্য কাজ করব। আনচেলত্তি স্থলাভিষিক্ত হয়েছেন দরিভাল জুনিয়রের, যিনি মার্চের শেষে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে ব্রাজিল পরাজয়ের পর বরখাস্ত হন। দু বছর আগে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিতে ২০২২ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর থেকেই অধঃপতন শুরু হয়েছে ব্রাজিল ফুটবল দলের। তারা তাদের শেষ ১৪টি খেলার মধ্যে পাঁচটিতে হেরেছে, গোল হজম করেছে ১৬ টি।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল এখন চতুর্থ স্থানে রয়েছে, শীর্ষ ছয়টি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। ব্রাজিল এখনও নিশ্চিত নয়।
বাছাইপর্বে সামনের দুই ম্যাচ নিয়ে আনচেলত্তি বলেন, এই দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আমি এমন খেলোয়াড়দের দলে আনার চেষ্টা করেছি যারা দলকে জিততে সাহায্য করার জন্য প্রস্তুত।
মানুষ চায় আমি ভালো কাজ করি এবং আবারও বিশ্বকাপ জিতি। অতীতে আমি যা করেছি তার কারণে, তারা আশা করে যে আমি ট্রফি জিতব। তবে আমি আশা করি তারা দলকে সমর্থন করবে কারণ দেশের সমর্থন পাওয়া খুবই গুরুত্বপূর্ণ।