এস আই আর ফর্ম আপলোড সমস্যা মেটাতে তৎপর কমিশন

বঙ্গবার্তা নিউজ ডেস্ক:

Published by -Jyotirmay Dutta: Posted November 22.11.2025 at 21:45pm

ছবি- নিজস্ব

বি এল ও দের একের পর এক অভিযোগ পেয়ে, নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। সার্ভারের কারণে এনুমারেশন ফর্ম আপলোড করতে সমস্যা হচ্ছে বারবার এমনই অভিযোগ জানিয়েছিল বিএলও রা। কিন্তু প্রথমে কমিশন তেমন পাত্তাই দেয়নি। পরিস্থিতি পর্যালোচনা করে শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল জানালেন সোমবার দুপুর একটায় রাজ্যের সব টেলিকম সংস্থাগুলির সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান হবে।

রাজ্যের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সার্ভারের জন্য বি এল ও দের এনুুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের সার্ভারে আপলোড করতে ব্যর্থ হচ্ছেন। ফলে নির্বাচন কমিশনের দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করতে পারছেন না অনেকেই । এই নিয়ে বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। শুক্রবার ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর সঙ্গে এই নিয়ে বিস্তারিত আলোচনার পর রাজ্যের দায়িত্বে থাকা ডেপুটি নির্বাচন কমিশনার নির্দেশ দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কে অবিলম্বে রাজ্যে থাকা টেলিকম সংস্থাগুলির সঙ্গে কথা বলে অবিলম্বে সমস্যার সমাধান করতে হবে।

মুখ্য নির্বাচনী আধিকারিক জানান আগামী ৯ ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এই খসড়া ভোটার তালিকায় একমাত্র তাদেরই নাম থাকবে যারা এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দিয়েছেন। রাজ্যের পঞ্চায়েত, ব্লক অফিস, পৌরসভা, পুরসভা, মহকুমা শাসকের দফতর এবং জেলাশাসকের দফতরে এই তালিকা সকলের জন্য টাঙানো হবে। পাশাপাশি সিইও র ওয়েবসাইটেও দেখা যাবে খসড়া ভোটার তালিকা। একেবারেই বুথ স্তরে প্রত্যেকের নাম প্রকাশ করা হবে। তবে এই তালিকার পাশাপাশি আরেকটি তালিকা প্রকাশ করা হবে যেখানে আরও চারটে ভাগ থাকবে। মৃত ভোটার, অনুপস্থিত ভোটার, ভুয়ো ভোটার এবং স্থানান্তরিত ভোটারের নামের তালিকা। খুব স্বাভাবিকভাবেই তাই এই তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন সকলে। তবে এই তালিকা চূড়ান্ত নয়।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে ৭ই ফেব্রুয়ারি। আর এই ভোটার তালিকা মেনেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গে।