পুরোপুরি অবসর! লন্ডনের রাস্তায় ফ্যামিলি ম্যান কোহলি

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

সুযোগ পেলেই লন্ডনে দুই সন্তানকে নিয়ে ইংল্যান্ডেই বেশির ভাগ সময় কাটান বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওয় দেখা যায়, লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বিরুষ্কা।
বিরাট একা নন তাঁর সঙ্গে স্ত্রী অনুষ্কা শর্মা এবং সন্তান – কন্যা ভামিকা ও পুত্র আকায় রয়েছে। ভিডিও দেখা যাচ্ছে কোহলিকে হাতে কালো ছাতা এবং জলের বোতল নিয়ে তাঁর স্ত্রী অনুষ্কার সঙ্গে লন্ডনের রাস্তাঘাটে ঘুরতে এবং সেখানকার লোকেদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে।

আরও একটি ভিডিওতে দেখা গিয়েছে, পাকা দাড়ি ও ঢিলেঢালা পোশাকে লন্ডনের রাস্তায় ঘুরছেন বিরাট কোহলি। তাঁর এবারের ভিডিও দেখার পর অনেকেই কমেন্ট করেছেন, ভারতের প্রাক্তন অধিনায়ক এখন ‘খ্যাতির উপরে শান্তি’ খুঁজে পেয়েছেন।

আইপিএল শেষ হওয়ার পর থেকেই জনসমক্ষে বিরাট কোহলির দেখা মিলছিল না। হঠাৎ করেই যেন শীতঘুমে চলে গিয়েছিলেন। দু-একবার দেখা যায়নি, এমন নয়—উইম্বলডনে যান, সস্ত্রীক। তারপর লন্ডনে যুবরাজ সিংয়ের বিশেষ ইভেন্টে উদয় হন। কিন্তু সেখানে ব্যাট হাতে অনুশীলনের কোনও চিহ্ন ছিল না। অবশেষে অনুশীলন শুরু করতে দেখা গিয়েছিল কোহলিকে।

অক্টোবরে অস্ট্রেলিয়া‌ সফরে যাবে ভারতীয় দল। অজিদের বিরুদ্ধে তিনটে একদিনের ম্যাচ খেলবে। টিম ইন্ডিয়ার সঙ্গে সফরে যাবেন কোহলি। দুই মাসেরও বেশি বাকি থাকতেই প্রস্তুতি শুরু করে দিলেন। ১৯ অক্টোবর পারথে প্রথম একদিনের ম্যাচ। ২৩ অক্টোবর অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচ। ২৫ অক্টোবর সিডনিতে শেষ ম্যাচ।

23:58