পন্থ-বুমরাহকে নিয়ে উদ্বেগ! কী বললেন অধিনায়ক গিল?

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

লর্ডস টেস্টে হারের মধ্যেই ভারতীয় শিবিরেও অস্বস্তি।চতুর্থ টেস্টের আগে চোটগ্রস্ত ঋষভ পন্থকে নিয়ে চলছে চর্চা। লর্ডসে কিপিং করতে গিয়ে চোট পান তিনি। বাকি সময়ে তাঁকে কিপিং করতে দেখা যায়নি। পন্থ শুধু ব্যাটিং করেছিলেন। লর্ডসে হারার পরই প্রশ্ন শুরু হয়েছে জসপ্রীত বুমরাহ ও ঋষভ পন্থ নিয়ে প্রশ্ন। যদিও ভারত অধিনায়ক শুভমান গিল জানিয়েছেন ”সময় এলে জানতে পারবেন।


জাদেজার ব্যাটিং নিয়ে গিল বলেন, টেলএন্ডারদের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেছে জাদেজা। আমরা চেয়েছিলাম ও যতক্ষণ পারে ব্যাট করে যাক। কারণ একটা করে রান হলেও প্রতিপক্ষের উপর চাপ তৈরি হবে।

আমরা অপেক্ষা করছিলাম যদি নতুন বল আসা পর্যন্ত অপেক্ষা করা যায়। কয়েকটা বাউন্ডারি এলেই ম্যাচটা অন্যরকম হতে পারত।

ম্যাচ হাররে কারণ প্রসঙ্গে গিল বলেন “পন্থের রান আউট একটা বড় কারণ। একটা সময় মনে হচ্ছিল, ৫০-১০০ রানের লিড নেব। তা হলে পঞ্চম দিন আমাদের খুব সুবিধা হত। পন্থের আউট খেলা ঘুরিয়ে দিল। আমরা লিড নিতে পারলে ইংল্যান্ড চাপে পড়ত। দ্বিতীয় ইনিংসে ওদের আরও বেশি রান করতে হত।

কিন্তু সেটা হল না। একইসঙ্গে গিল আরও বলেন শেষ দিনের সকালেও ভেবেছিলাম ম্যাচটা জিতে যাব। কারণ অনেকের ব্যাট করা বাকি ছিল।সেটা পারিনি। ইংল্যান্ড আমাদের চেয়ে ভাল খেলেছে। তবে ইংল্যান্ড যে ভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলল তাতে মনে হল, টপ অর্ডারে অন্তত দুটো ৫০ রানের জুটি হলেই ম্যাচটা বার করে ফেলতে পারতাম।

02:25