পাক সেনাপ্রধানের সফরকালেই সংঘর্ষে নিহত ২৩ জঙ্গি, শহিদ ১৮ সেনা

বঙ্গবার্তা ব্যুরো,
বালোচিস্তানে পাক সেনাপ্রধান জোনারেল সৈয়দ আসিম মুনিরের সফরের মধ্যেই রাতভর গুলির লড়াইয়ে নিহত হয়েছে ২৩ জঙ্গি। শহিদ হয়েছে ১৮ জন পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্য। সেনা জঙ্গি সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় মোট ৪১ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে।বালোচিস্তানে পাক সেনা ও জঙ্গিদের সংঘর্ষ ফের উত্তপ্ত পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। জেনারেল সৈয়দ আসিম মুনিরের সফরের মাঝেই এই সংঘর্ষের ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গত এক মাস ধরে খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তান উত্তপ্ত। জঙ্গিদমনে টানা অভিযান চালাচ্ছে পাক সেনা।এর আগে জানুয়ারিতে লক্কি মরওয়াত, করক এবং খাইবার জেলায় সেনার অভিযানে ৩০ জঙ্গির মৃত্যু হয়েছিল বলে পাক সেনার তরফে দাবি করা হয়। আফগান সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বালোচিস্তান লিবারেশন আর্মি (BLA) পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে।তাদের মুখপাত্র আজাদ বালোচ হামলার দায় স্বীকার করেছে,এবং ভবিষ্যতে আরও হামলার হুমকি দিয়েছে।
বালোচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও জঙ্গি কার্যকলাপ দীর্ঘদিন ধরে চলছে। সম্প্রতি এর তীব্রতা আরও বেড়েছে। আফগানিস্তান সংলগ্ন এলাকায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-এর কার্যকলাপও পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।যদিও পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযান চলবে।পাকিস্তানের সামরিক নেতৃত্ব এই ধরনের হামলাগুলির বিরুদ্ধে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে।

07:06