মোদী দেশের অর্থনীতির শত্রু অভিযোগ কংগ্রেসের


বঙ্গবার্তা ব্যুরো,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের অর্থনীতির শত্রূ আখ্যা দিল কংগ্রেস। বৃহস্পতিবার দিল্লিতে দলের সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে মোদীকে এইভাবে আক্রমণ করেন কংগ্রেস নেতা অলোক কুমার। তিনি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আমেরিকা সফর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকের নজির তুলে ধরে একাধিক প্রশ্ন তোলেন।
অলোক কুমারের অভিযোগ, মা্র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে পারস্পরিক( রেসিপ্রোকাল) কর আরোপের সিদ্ধান্ত জানিয়েছেন তার ফলে ভারতের অর্থনীতিতে ব্যপক প্রভাব পড়বে। তিনি বলেন যৌথ সাংবাদিক সম্মেলনে ট্রাম্প মোদির সামনেই ভারতকে ছোট করছেন অথচ প্রধানমন্ত্রী তার কোনো প্রতিবাদ করার সাহস দেখাননি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাঁকরের উদাহরন দিয়ে বলেন একই রকম ভাবে ট্রাম্প যখন ফ্রান্সের বিষয়ে কথা বলেন, মাঁকর তার প্রতিবাদ করেন। মোদি সেই সাহস দেখাননি।
অলোক কুমারের অভিযোগ ট্রাম্পের ঘোষণায় ভারতের উৎপাদন ক্ষেত্র সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে দেশের জিডিপি শূণ্য দশমিক পাঁচ থেকে শূণ্য দশমিক ছয় শতাংশ কমে যাবে। অলোক কুমারের অভিযোগ, ট্রাম্প এবং মাস্ককে খুশি করতে মোদী হারলে ডেভিডশন এবং টেসলার ওপর থেকে করের হার কমিয়েছেন। এই ভাবে কর ছাড় দিলে হিমাচলের আপেল ব্যবসায়ী এবং মহারাষ্ট্রের আঙুর ব্যবসায়ীরা ভীষণ ক্ষতিগ্রস্ত হবেন।
তিনি বলেন নোট বন্দি থেকে শুরু করে, অপরিকল্পত ভাবে জি এস টি চালু করা মোদী দেশের অর্থনীতির ওপর আঘাত করেই চলেছেন। এই প্রেক্ষিতেই তিনি মোদীকে দেশের অ্থনীতির শত্রু বলে উল্লেখ করেন।
তিনি বলেন কানাডা এবং মেক্সিকোর মতো ছোট্ট দেশ আমেরিকার শুল্ক আরোপের ওপর পালটা পদক্ষেপ করার পরেই পিছি হটে মার্কিন প্রেসিডেন্ট। তারা যে সাহস দেখিয়েছে মোদী তা দেখাতে পারেন নি। তিনি বলেন এর আগেও আমেরিকা নেহরু এবং ইন্দিরা গান্ধীর সময় একই রকম ভাবে চাপ সৃষ্টি করেছিল কিন্তু তাঁরা চাপের কাছে মাথা নত করেন নি।