মোদীর বিরুদ্ধে মা গঙ্গাকে প্রতারনার অভিযোগ খাড়্গের

বঙ্গবার্তা ব্যুরো,
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখীমঠে গঙ্গা আরতি করেন। তারপরেই তাঁর বিরুদ্ধে মা গঙ্গাকে প্রতারনার অভিযোগ তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এদিন তিনি নিজের সমাজ মাধ্যমে লেখেন প্রধানমন্ত্রী মোদী মা গঙ্গাকে ভুলে গেছেন। তিনি প্রতিশুতি দিয়েছিলেন গঙ্গাকে পরিষ্কার করা হবে। সে কথা তিনি বেমালুম ভুলে গেছেন।
খাড়্গের অভিযোগ নমামি গঙ্গে প্রকল্পে ২০২৬ সালের মধ্যে ৪২,৫০০ কোটি টাকা খরচ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। গঙ্গাকে দূষণ মুক্ত এবং পরিষ্কার করার জন্যই এই অর্থ বরাদ্দ করা হয়েছিল। সংসদে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে সরকার জানিয়েছে ২০২৪ এর ডিসেম্বর পর্যন্ত এই খাতে মাত্র ১৯, ২৭১ কোটি টাকা খরচ করা হয়েছে। বরাদ্দ অর্থের মাত্র ৫৫ শতাংশ খরচ হয়েছে। তাঁর প্রশ্ন মা গঙ্গার প্রতি মোদী এত উদাসীন কেন?
খাড়্গের অভিযোগ ২০১৫ সালে মোদী অনাবাসীদের কাছে গঙ্গা পরিশ্রুত করার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেন। ২০২৪ এর মার্চ পর্যন্ত এই তহবিলে ৮৭৬ কোটি টাকা জমা পড়েছে। অথচ এই অর্থের মাত্র ৫৬ শতাংশেরও বেশি টাকা খরচ হয় নি।এর দায় প্রধানমন্ত্রীকেই
নিতে হবে বলে অভিযোগ কংগ্রেস নেতার।