বঙ্গবার্তা ব্যুরো,
অনুষ্ঠান এখনও চলছে। দর্শকরা অন্তত সে রকমই দেখছেন। তার আগেই বাংলার বিখ্যাত রিয়েলিটি শো নিয়ে তৈরি হল বিতর্ক। বাংলার দর্শকদের কাছে খুবই জনপ্রিয় এই শো। গানের এই শোয়ে জায়গা পাওয়া এবং তাতে জয়ী হওয়া সব প্রতিযোগীদের কাছে খুব সম্মানের এবং জীবনে শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার বড় সোপান। প্রতি শনি এবং রবিবার এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এখন বিতর্ক তৈরি হয়েছে সেই রিয়েলিটি শো এর চূড়ান্ত পর্বে জয়ীদের নাম সামনে আসায়।সেই বিতর্কে জড়িয়ে গেল এই অনুষ্ঠানের প্রাক্তন চ্যাম্পিয়ন সৌম্য চক্রবর্তীর নাম। চ্যানেল কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে কিছু জানায় নি। কারণ এখনও এই অনুষ্ঠান দেখান হচ্ছে।এদিকে গ্র্যান্ড ফিনালের শুটিং হয়ে গেছে। কারা জিতলেন এই অনুষ্ঠান তা নিয়েই পোস্ট করেছেন এই শোয়ের প্রাক্তন চ্যাম্পিয়ন। নিজের ফেস বুকে তিনি লেখেন বিচার একদম যথার্থ হয়েছে। তিনি আও জানান এবার এক জন নয় দু জন চ্যাম্পিয়ন হয়েছে।তাঁর এই পোস্ট নিয়েই শুরু হয়েছে বিতর্ক। সোস্যাল মিডিয়ায় অনেকেই তাঁর এই কাজ ভালভাবে নিচ্ছেন না। কেউ বলেছেন এটা করা একদম ঠিক হয় নি। অনুষ্ঠান দেখার মজাটাই নষ্ট হয়ে গেল। প্রবল চাপের মুখে পড়ে তিনি সেই পোস্ট মুছেও দিয়েছেন।
এবার এই অনুষ্ঠান ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়। কেউ মেন্টর হিসেবে না থাকলেও ছিলেন আটজন বিচারক। চারটি দলে ভাগ হয়েছিলেন তাঁরা। কৌশিকী চক্রবর্তী, ইন্দ্রদীপ দাশগুপ্ত, জাভেদ আলি, জোজো, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, অন্তরা মিত্র এবং শান্তনু মৈত্র।সঞ্চালক আবীর চট্টোপাধ্যায়।
ফাইনালে কে জিতেছেন চ্যানেল কর্তৃপক্ষ তা না জানালেও একটি প্রোমো সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে ফাইনালে রয়েছেন অনীক জানা, অতনু মিশ্র এবং আরাত্রিকা সিনহা। তবে ফাইনালে আরও কোন দুজন জায়গা পেয়েছেন তা এখন আড়ালেই রাখা হয়েছে।