বঙ্গবার্তা ব্যুরো সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
ভারত ইংল্যান্ড টেস্ট বল নিয়ে বিতর্ক চরমে। এবার বল নিয়ে বিবৃতি দিল প্রস্তুতকারক সংস্থা।
ডিউক বলকে আগে বহু বছর ধরেই টেস্ট ও কাউন্টি ক্রিকেটে মানসম্পন্ন বলে ধরা হতো। কিন্তু সাম্প্রতিক সময়ে এই বল নিয়ে অনেক সমস্যা সামনে এসেছে। এ লর্ডস টেস্টের মাঝে ধারাভাষ্য দেওয়ার সময় গাওস্কর বলেন, “যদি এই ঘটনা ভারতে ঘটত! যদি এমনটা হত যে বল বদলের পরেও তার আকার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তা হলে তো ইংল্যান্ড বোর্ড ও সেখানকার সংবাদমাধ্যম রে রে করে তেড়ে আসত। তা হলে এখন কেন কথা হবে না?
ইংল্যান্ড সিরিজে বার বার ডিউক বল নিয়ে আপত্তি তুলেছে ভারত। বলের মান যে আগের থেকে খারাপ হয়ে গিয়েছে সে কথা জানিয়েছেন অধিনায়ক শুভমন গিল। ৮০ ওভার তো দূর, ১০ ওভারও টিকছে না বল। ডিউক বলের নির্মাতা দিলীপ জাজোদিয়ার বক্তব্য, “বিশ্ব ক্রিকেটে তিনটি সংস্থা বল তৈরি করে- ডিউক, এসজি ও কোকাবুরা। বল বানানো অতো সহজ নয়, তাহলে শত শত সংস্থা বল বানাত। আমাদের টেকনিক্যাল দিক নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গাই নেই। কিন্তু আবহাওয়া কেমন থাকবে, সেটা আমাদের বল বানানোর সময় বিবেচ্য থাকে না।