ধর্মগুরু রামরহিমের প্যারোলে মুক্তি নিয়ে বিতর্ক

বঙ্গবার্তা ব্যুরো,


রামরহিম বাবাই কি বিজেপির ভোট বৈতরনি পারের প্রধান হাতিয়ার। দেশের রাজনীতিতে এই নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক। মঙ্গলবার প্যারোলে মুক্তি পেয়েছেন ডেরা সাচা সৌদা প্রধান এবং ধর্ষণে সাজাপ্রাপ্ত গুরমিত রামরহিম সিং। এবার তাঁর প্যারোলের মেয়াদ ৩০ দিনের ।


প্যারোলে মুক্ত হয়ে রামরহিম প্রথম দশদিন, সিরসায় ডেরা সাচা সৌদার শাখায় থাকবেন। তারপরের দিনগুলি বাগপতের শাখায় কাটাবেন। এই নিয়ে মোট বারোবার প্যারোলে মুক্তি পেলেন রামরহিম।তাঁর মুক্তি পাওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কেন বার বার ভোটের মুখে তুচ্ছ কারণে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।


রামরহিমের বিরুদ্ধে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়। ২০১৭ সালে তাঁকে ২০ বছরের কারাবাসের সাজা দেওয়া হয়। এই মুহূর্তে তাঁর বয়স ৫৭ বছর।


হরিয়ানার রোহতক জেলার সুনারিয়া জেল থেকে মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ for বেরিয়ে পড়েন গুরমিত। ঘন্টা দুয়েকের পথ পেরিয়ে তাঁর কনভয় সিরসা আশ্রমে পৌঁছয়।কারাবাসের পর প্রথম এই আশ্রমে এলেন গুরমিত। আশ্রমে পৌঁছেই তিনি সকলকে জানিয়ে দেন কেঊ যেন তাঁর সঙ্গে দেখা করতে না আসে। এদিন সারাক্ষণ তাঁর সঙ্গে ছিলেন মানস কন্যা হানিপ্রিত।