বঙ্গবার্তা ব্যুরো,
দশ জন প্রতিযোগীকে নিয়ে রবিবার জনপ্রিয় রিয়েলিটি শো সা রে গা মা পা এর ফাইনাল। বাংলার মানুষের কাছে খুবই জনপ্রিয় এই শো। শুধু বাংলা নয় বাংলার বাইরে এমনকি বিদেশেও এই শো এর প্রচুর দর্শক আছে। বাংলার মানুষের খুব পছন্দের এক শো এর নাম সা রে গা মা পা। বহু নতুন নতুন সঙ্গীত শিল্পী এই মঞ্চ থেকে আত্মপ্রকাশ করেন। সেই কারণেই জনপ্রিয় চ্যানেলের এই শো বাংলার ঘরে ঘরে খুবই সমাদৃত। একই সঙ্গে এই শো নিয়ে বির্তকো কম হয় না । সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়ার সময়ও রয়ে গেল বির্তক।
এবার এই শো শুরু হওয়ার পরে দেখা যায় একাধিক ছোট ছোট শিল্পী তুলনায় বড়দের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। দর্শকদের একাংশ তাই নিয়ে আপত্তি তুলেছিলেন। তাঁদের বক্তব্য বড়দের সঙ্গে এই ছোটদের প্রতিযোগিতা ঠিক হচ্ছে না।
শো এর প্রায় শেষের দিকে এসে দেখা গেল বিচারকরা প্রতিযোগীদের দুটি ভাগে ভাগ করে দিলেন। তাঁরা জানান বড়দের থেকে তিন জন এবং ছোটদের থেকে তিন জন মোট ৬ জনকে নিয়ে হবে ফাইনাল। সেই মতো মঞ্চে ছটি বড় চেয়ার রাখা হয়।
সেমিফাইনালে হঠাৎই বিচারকেরা নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলেন। তাঁরা বড়দের গ্রুপে তিন জনের বদলে ছ জনকে জায়গা দেন। বিতর্ক তাঁদের এই সিদ্ধান্ত নিয়ে নয়, দর্শকদের একাংশের অভিযোগ ছোটদের বিভাগে তাহলে কেন ছ জনকে ফাইনালে লড়াই করার সুযোগ দেওয়া হল না। ছোটদের মধ্যে শুধুমাত্র অঙ্কণা নামে এক প্রতিযোগীকে ফাইনালের বাইরে রাখা হয়েছে। তাকে অবশ্য ফাইনালে গাইবার সুযোগ দেওয়া হয়েছে। দর্শকদের অভিযোগ শুধু গাইবার জন্য সুযোগ দেওয়া সম্ভব হলে প্রতিযোগিতায় লড়াই করার সুযোগ দিতে অসুবিধা কী ছিল? যেখানে নিজেদের সিদ্ধান্ত বদল করে বড়দের ছ জনকে ফাইনালে লড়াই করার সুযোগ দেওয়া হয়েছে সেখানে ছোটদের এক প্রতিযোগীকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা অনৈতিক কাজ। এতে বিচারকদের পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে। একই সঙ্গে অবিচার করা হল অঙ্কনার সঙ্গে।
বিতর্ক নিয়েই রবিবার জনপ্রিয় রিয়েলিটি শো এর ফাইনাল
