করোনা এখন ধর্তব্যেই আসেনা, তবে সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে,নবান্নে বললেন মুখ্যমন্ত্রী

Published By Subrata Halder, 09 June 2025, 10:58 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
করোনা নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার দরকার নেই। সাংবাদিক সম্মেলনে এই দাবী করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন স্বাস্থ্য তথা জরুরি পরিষেবা সংক্রান্ত বিভিন্ন দফতর গুলিকে নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, কভিড মহামারী আর হবেনা। বিশ্বস্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই এই বিষয়ে জানিয়ে দিয়েছে। তবু সতর্ক থাকা প্রয়োজন। উদ্বিগ্ন হওয়া নয়, বরং যেকোনো সময় বিপদ আসতে পারে ভেবে প্রস্তুত থাকতে হবে। আজ আমরা অফিসারদের নিয়ে একটা ঘরোয়া বৈঠক করেছি। সরকারিভাবে বিভিন্ন দফতরের প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে। কিন্তু এখনই কোন সতর্কতা জারি করা হচ্ছে না।
মুখ্যমন্ত্রী বলেন, যাদের কোমর্বিডিটি রয়েছে তাদের সতর্ক থাকতে হবে। তাদের দিকে বিশেষ নজর দিতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সরকারি হাসপাতালে আসুন। সেখানে বেশি টাকা খরচ হয় না। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন রাজ্যে পর্যাপ্ত অ্যান্টি কোভিড ভ্যাকসিন রয়েছে। গোটা দেশে ১৩০ কোটি জনসংখ্যা তার মধ্যে মাত্র ৫-৬ হাজার আক্রান্ত। এটা মূলত ওমিক্রণ ভেরিয়েন্টের সাব ভ্যারিয়েন্ট । এক ধরনের অফ ইনফ্লুয়েঞ্জা। বর্ষার সময় এমনিতেই সর্দি কাশি বেশি হয়। কোভিড কেটে গেছে আশা করছি এটাও কেটে যাবে। তাই কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার দরকার নেই।
প্রসঙ্গত কয়েকদিন আগেই রাজ্য সরকারের বিরুদ্ধে করোনা আক্রান্তের সংখ্যা লুকানোর অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এও জানিয়েছিলেন, এখনো এই নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি না হলেও পরিস্থিতি না হলেও সরকারি ক্ষেত্রে ঢিলেমি রয়েছে। এমনকি কোভিড নিয়ে যে ওয়েবসাইট রাজ্য সরকার চালু করেছিল সেটিও নিষ্ক্রিয়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড নিয়ে প্রস্তুতি বৈঠক করে বললেন সরকার সক্রিয়ই রয়েছে। বিরোধীরা যাই বলুক সরকার এখনই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে চাইছে না।