ডেসিবেলের মাত্রা বেঁধে ভাগবতের সভা করার অনুমতি আদালতের


বঙ্গবার্তা ব্যুরো,
সভা হবে দেড় ঘন্টার। সভার কাজও করতে হবে নির্দিষ্ট ডেসিবেলের মাত্রা মেনে। এই দুই প্রধান শর্ত দিয়ে বর্ধমানে সংঘ প্রধান মোহন ভাগবতের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন।
রবিবার ১৬ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানের তালিত সাঁই কমপ্লেক্সের মাঠে এই সভা হবে। এর আগে জেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ওঠে সংঘ প্রধানের সভার অনুমতি তারা দেয় নি।এরপরেই বিষয়টি আদলতের নজরে আনা হয়। বিচারপতি অমৃতা সিনহা অ্যাডভোকেট জেনারেলের কাছে এই বিষয়ে জানতে চান। এ জি কিশোর দত্ত বলেন, মাধ্যমিক পরীক্ষা চলার কারণেই অনুমতি দেওয়া হয়নি। সংঘের আইনজীবী বলেন ১৬ তারিখ রবিবার এবং সভাস্থলের আশপাশে কোনও স্কুল নেই। জবাবে এজি বলেন, ওই এলাকায় তিনটি স্কুল রয়েছে। জানা যায় তার মধ্যে একটি প্রাথমিক। এজি বলেন সভায় প্রায় হাজার দশেক লোক হবে। ফলে শব্দের কারণে পরীক্ষার্থীদের অসুবিধা হবে। তিনি বলেন মাধ্যমিকের ঘোষণা অনেক আগেই করা হয়। তা জেনেও এই সময়ে সভার আয়োজন করা হয়েছে। বিচারপতি বলেন, স্বাভাবিক শব্দ মাত্রা কত ? এজি বলেন, ৪৫ ডেসিবেল।
এরপরেই বিচারপতি শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দেন।