ঠাকুর পুকুরে মৃতের বাড়িতে সিপিআইএম

CPI(M) visit after Thakurpukur accident death

Upload By K. Halder at 9th March 2025, 09:40 PM

বঙ্গবার্তা ব্যুরো,
মত্ত অবস্থায় গাড়ি চালকের অসাবধানতায় রবিবার মৃত আমিনুর রহমানের বাড়িতে সহমর্মিতা জানাতে পৌঁছেল সিপিআই এম প্রতিনিধি দল। বাখরাহাট রোডে পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেন তাদের সকলেই। আমিনুরের ছেলে ও ভাইপো উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃত্ব তাদের সান্ত্বনা দেন ও শোকপ্রকাশ করেন। ওই পরিবারের তরফে ঠাকুরপুকুর থানার পুলিশের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলছেন পরিবারের লোকেরা। কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের অধীনে বেহালা পশ্চিমে রয়েছে ঠাকুর পুকুর শাখার অফিস। বাজারের মধ্যেই রবিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকার গাড়ির ধাক্কায় নিজের বাড়ির সামনেই সদ্য অবসর প্রাপ্ত কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মী আমিনুরের মৃত্যু হয়। অল্প কয়েকদিনের মধ্যেই বড় ছেলের বিয়ে রয়েছে। এদিকে, এই অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নামে পরিবারে।

15:36