ফের সমস্যা, পিছিয়ে গেল সুনীতাদের আনতে যাওয়া ক্রু-১০ মিশন

বঙ্গবার্তা ব্যুরো,
নির্ধারিত ক্রু-১০ মিশনের লঞ্চ পরিকল্পনা বাতিল করল নাসা এবং স্পেসএক্স। ফ্যালকন ৯ রকেটের গ্রাউন্ড সাপোর্ট ক্লাম্প আর্মের হাইড্রোলিক সিস্টেমে সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯এ-তে এই সমস্যা ধরা পড়ে।
লিফটঅফের এক ঘণ্টারও কম সময় বাকি থাকতে স্পেসএক্স ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফ্যালকন ৯ রকেটের লঞ্চ থামিয়ে দেয়। এই রকেটে চারজন নভোচারী ছিলেন, যারা আটকে পড়া নাসা নভোচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর চলে এলে সেখানে থাকবেন।
নাসা আগামী শুক্রবার, ১৪ মার্চ, ইডিটি অনুযায়ী সন্ধ্যা ৭:০৩টায় (ভারতীয় সময় অনুযায়ী ভোর ৪:৩৩টায়) লঞ্চের নতুন লক্ষ্য নির্ধারণ করেছে। নাসা জানিয়েছে, “মিশন ম্যানেজাররা এদিন সন্ধ্যায় বৈঠক করে ১৩ মার্চ, বৃহস্পতিবার লঞ্চ পরিকল্পনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ ড্রাগন মহাকাশযানের ফ্লাইট পথে প্রবল বাতাস এবং বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।”
নাসা নভোচারী অ্যান ম্যাকক্লেইন এবং নিকোল আয়ার্স, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জেএএক্সএ) নভোচারী তাকুয়া ওনিশি এবং রসকসমসের কসমোনট কিরিল পেসকভ নিরাপদে ড্রাগন মহাকাশযান থেকে বেরিয়ে এসেছেন।