বঙ্গবার্তা ব্যুরো,
২০১৮ সালে মহম্মদ শামি এবং হাসিন জাহানের বিবাহ বিচ্ছেদ হয়। হাসিন জাহান তার স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে শারিরীক নির্যাতন ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ করেছিলেন। এরপর দীর্ঘ সময় ধরে এই বিষয়ে মামলা লড়ছেন হাসিন, সম্প্রতি আদালত শামিকে প্রতিমাসে মোটা অঙ্কের খোরপোস দেওয়ার নির্দেশ দিয়েছে। সম্প্রতি সমাজ মাধ্যমে হাসিন শামিকে নিয়ে ফের বিস্ফোরক পোস্ট করেছে।
হাসিন নিজের বার্তায় লেখেন, ৭ বছর ধরে আমরা একটি আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছি। তুমি কী লাভ করেছ? আমি তোমাকে খুবই ভালোবাসি জানু। তুমি কি আমার মতো এমন একজন স্ত্রী পাবে যে এত তীব্রভাবে সম্পর্ক বজায় রাখতে পারবে? চিন্তা করো না, আমার ভালোবাসা তোমার সঙ্গে আমৃত্যু পর্যন্ত থাকবে।
এখানেই থেমে না থেকে হাসিন আরও অভিযোগ করেন, আমাকে সব জায়গায় হারাতে চেয়েছ, আমাকে মারার জন্য, বদনাম করার জন্য, হেনস্থা করার জন্য তুমি কতজন অপরাধীকে নিয়োগ করেছ। তোমার কোনও প্রাপ্তি হল? যত টাকা অপদার্থ ব্যক্তিদের জন্য খরচ করেছো, এমনকি যে টাকা দেহপসারিনীদের জন্য খরচ করেছ সেই টাকা যদি নিজের মেয়ের পড়াশোনা, জীবন ও ভবিষ্যতের জন্য খরচ করতে, আমাকে ভালোভাবে রাখতে, তাহলে ভালো কিছু হতে পারত। তুমি পাপ করার হাত থেকে রক্ষা পেতে সম্মানজনকভাবে বেঁচে থাকতে পারতে।
এর আগে নিম্ন আদালত হাসিনের করা মামলার প্রেক্ষিতে তাকে মাসে ৫০ হাজার টাকা ও কন্যাকে ৮০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে সেই নির্দেশ খারিজ করে মঙ্গলবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় নির্দেশ দেন, প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে প্রতি মাসে দেড় লাখ ও মেয়েকে আড়াই লাখ টাকা দিতে হবে শামিকে।

